
এখানে কেউ আসে কেউ চলে যায়
এক মহা শূন্যতা নিয়ে
আজন্ম কাল সে দাঁড়িয়ে থাকে
রোদ ঝড় বৃষ্টিতে
মৃত্যু-মহামারী অথবা নব সৃষ্টিতে
কখনও তার আস্ফালন শোনা যায় না
তার নীরবতা রাতের চেয়ে ও কালো
তার মহানুভবতা আলোর চেয়ে আলো
তার চোখে সাক্ষী হয়েছে হোমো স্যাপিয়েন্স
ক্যারোলাস লিনিয়াসের পর লাইলাক ফুলেরা।
তীব্র কুয়াশার ভেতরে
তার ডাকে নেমে আসে ঋতুকামী ব্লুবেল
শরৎ এর ভাসমান কামনার জল
হেমন্তে পরিপুষ্ট হয়ে বসন্তে ঝরে যায়
ভালোবাসার অমিয় বাণীতে
তার ঠোঁট ফেটে গড়িয়ে পড়ে রক্তের হাসি
গভীর রাতেও তার এলোভেরা মন
আশৈশব ভূমির মতো ফিরে ফিরে চায়।
সবার কাছে সে অপাঠ্য এক বিদ্যালয়
যার পাঠ না নিয়েই ভার্সিটিতে যায়।
২৯.০৯.২০
৫টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার , শৈল্পিকতায় উপভোগ্য লেখনী । আপনার জন্য সবসময় শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা। শুভ কামনা রইলো ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ বাহ্ চমৎকার লিখেছেন ভাইয়া। ভাবনাগুলো অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিল। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
মানবিকতা না থাকলে যা হয়। ঐটার চর্চা বাড়ি থেকে শুরু হোক। না হলে একই ঘটনা ঘটতেই থাকবে।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা