
যত দূরে তুমি রয়েছো
চোখ দিয়ে তোমায় ততদূর দেখেছি ।
আমার দৃষ্টিতে রয়েছে চুম্বকের আকর্ষণ
তবুও অন্যকে ভালোবেসে যাই সদা সর্বক্ষণ ।
তোমার ছবি নয়নে ভাসে
আমি মুগ্ধ হয়ে অজানার দেশে যাই বহুদূরে ।
চাঁদের দেশে যখন তুমি থাকো
আমি পাখি হয়ে উড়ে বেড়াই তোমার চারপাশে ।
কি অপরূপ তোমার মুখখানি
আমার চোখ দু’টি অপলক নয়নে তাকায়ে থাকে তোমায় পানে।
রুপে ছিল তোমার কঠিন জাদু
কষ্টকে নিয়ে কেড়ে দিয়েছো প্রশান্তি।
যেখানে আছো সেখানেই থেকো
তোমার অন্ধকারে আমি এসে প্রদীপ জালবো ।
১৪টি মন্তব্য
মনির হোসেন মমি
আশা ভরসার এক অপূর্ব সংমিশ্রনে রোমান্টিকতায় মুগ্ধ কবি।খুব ভাল লাগল।
আশরাফুল হক মহিন
কবিতায় আমার অনেক ভুল ছিল
কিন্তু ধরিয়ে দিতে পারলেন না
এখন সম্পাদনা করে নিয়েছি
ভালো করে পড়ে মন্তব্য করবেন
তবুও ধন্যবাদ আপনাকে।
মনির হোসেন মমি
সাহসী উচ্চারনে ধন্যবাদ।ভুল ধরিয়ে দেয়াটা অনেকের তীর চোখে দেখে অথচ পক্ষান্তরে লাভের লাভ কিন্তু তারই হয়।যাক ধন্যবাদ আবারো চেষ্টা করব।তবে বলে রাখি আমি কবি নই।কবিতা আমার মগজে ঢুকেনা।
আরজু মুক্তা
রোমান্টিক কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।
শুভ কামনা
আশরাফুল হক মহিন
কবিতায় আমার অনেক ভুল ছিল
কিন্তু ধরিয়ে দিতে পারলেন না
এখন সম্পাদনা করে নিয়েছি
ভালো করে পড়ে মন্তব্য করবেন
তবুও ধন্যবাদ আপনাকে।
আরজু মুক্তা
এবার কিনতু সাহস পেলাম।
সুপর্ণা ফাল্গুনী
প্রেমের আবেগ আপ্লুত করে দিলো তবে ‘ যত দূরে তুমি রয়েছো’, আর ‘আমি পাখি হয়ে উড়ে বেড়াই’ হবে মনে হয়। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর
আশরাফুল হক মহিন
কবিতায় আমার অনেক ভুল ছিল
কিন্তু ধরিয়ে দিতে পারলেন না
এখন সম্পাদনা করে নিয়েছি
ভালো করে পড়ে মন্তব্য করবেন
তবুও ধন্যবাদ আপনাকে।।
রোকসানা খন্দকার রুকু
তুমিময় কবিতা। শুভ কামনা রইল।
আশরাফুল হক মহিন
কবিতায় আমার অনেক ভুল ছিল
কিন্তু ধরিয়ে দিতে পারলেন না
এখন সম্পাদনা করে নিয়েছি
ভালো করে পড়ে মন্তব্য করবেন
তবুও ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
বাহ! প্রেয়সীকে দারুণ ভাবে উপস্থাপন করলেন। ভালোবাসলে এমন করেই বাসতে হয়।
কবিতা ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
আশরাফুল হক মহিন
কবিতায় আমার অনেক ভুল ছিল
কিন্তু ধরিয়ে দিতে পারলেন না
এখন সম্পাদনা করে নিয়েছি
ভালো করে পড়ে মন্তব্য করবেন
তবুও ধন্যবাদ আপনাকে.।
হালিমা আক্তার
অসাধারণ এক প্রেমের কবিতা।
আশরাফুল হক মহিন
কবিতায় আমার অনেক ভুল ছিল
কিন্তু ধরিয়ে দিতে পারলেন না
এখন সম্পাদনা করে নিয়েছি
ভালো করে পড়ে মন্তব্য করবেন
তবুও ধন্যবাদ আপনাকে।।।