
আমারে যে করিবে পর
করিব তারে আমি আপণ,
আমারে যে করিবে ঘৃণা
করিব তার আমি প্রশংসা ।
আমারে যে ভাবিবে স্বার্থপর
ভাবিব,সেইতো আমার আপণ,
আমারে যে করিবে বদনাম
আমি হব তার তরে বলিদান।
আমারে যে করিবে ক্রন্দনরত
আমি যে হাসাবো তাকে অবিরত,
আমারে যে ভাসিবে না ভাল
আমি যে দেবো তারে প্রেমালো।
আমারে যে করিবে না স্নেহ-সন্মান
আমি যে দিবো তারে হৃদয়ে স্থান,
আমারে যে করিবে না সহ্য
আমি যে করিব তারে প্রিয়পাত্র।
আমারে যে ভাবিবে উল্টো
আমি যে করিব তারে ভালবাসায় সিক্ত,
আমারে যে দিবে না পাত্তা,
আমি যে ছাড়িব না তারে হবো যে নাছোর বান্দা।
আমি যে পৃথিবীতে আসিয়াছি কেবলি দিতে
আমি যে নিবো নাকো কিছু; ঋণী হতে,
আমারে যে শুধু রেখো মনে
ভূবন সমুদ্রে সকল লীলা সাঙ্গ হলে।
২০টি মন্তব্য
রেজওয়ানা কবির
অসাধারণ আমিত্বকে তুলে ধরেছেন ভাইয়া। এই আমির মাঝে সবকিছুই আছে, তাই শত অবহেলার পর ও এই আমিটাকে ধরে রাখা গেল কারন আমিটা শুধু দিতে জানে, দিতে নয়।শুভকামনা। ভালো থাকবেন।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।
সাখাওয়াত হোসেন
কোনকিছু পাওয়ার আশা না করে যে শুধু দিতেই জানে সেইতো মহাপুরুষ।
দারুণ লিখেছেন ভাইয়া।
মনির হোসেন মমি
জ্বী ভাইয়া।অসংখ্য ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর লেখেছেন কবি মমি দা অনেক শুভ কামনা রইল
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয়।
রোকসানা খন্দকার রুকু
বাহ্ দারুন প্রকাশ। এমন মহৎ প্রাণ মানুষের জন্যই পৃথিবী আজো সুন্দর। ভালোবাসা বেঁচে আছে। সবাই এমনটা পারেনা।
শুভ কামনা রইলো ভাইয়া।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।
আরজু মুক্তা
পরের কারণে স্বার্থ দিয়ে বলি এ জীবন মন সকলি দিলাম।
চমৎকার কবিতা
মনির হোসেন মমি
জ্বী আপু।ধন্যবাদ।
তৌহিদ
নিজেকে বিলিয়ে দিয়ে পরের কথা যিনি ভাবেন তিনিই স্বার্থক মানব। নিজেকে মুল্যায়ন করতে সবাই পারেনা। আপনার এই চেষ্টাকে সাধুবাদ জানাই ভাই।
শুভকামনা সবসময়।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্! ভাইয়া আপনার লেখা কবিতা আমি মনে হয় প্রথম পড়লাম যদি ভুল না হয়। খুব ভালো লিখেছেন। কেউ সারাজীবন বিলিয়ে যেতেই আসে আর কেউ পেতেই আসে। আপনি সত্যিই মহান। ঈশ্বর আপনার মঙ্গল করুন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
মনির হোসেন মমি
কবিতা আমিএখনো লিখতে পারিনা চেষ্টা করি ।ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
আমারে যে করিবে ক্রন্দনরত
আমি যে হাসাবো তাকে অবিরত,
আমারে যে ভাসিবে না ভাল
আমি যে দেবো তারে প্রেমালো। অতুলনীয় ভালোবাসায় ভালবাসি। সুন্দর লাগল মনির ভাই।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাই।
প্রদীপ চক্রবর্তী
আমার আমিকে নিয়ে অসাধারণ প্রকাশ করলেন, দাদা।
আমার আমিকে যে মূল্যায়ন দিতে জানে সে সকলকে ভালোবাসতে জানে।
আপনার জন্য শুভকামনা, দাদা।
ভালো থাকবেন সবসময়।
মনির হোসেন মমি
ধন্যবাদ দাদা।ভাল থাকবেন।
বোরহানুল ইসলাম লিটন
প্রতিটি হৃদয়ের বাসনা এমনই হওয়া উচিত
তবেই না সোনায় সোহাগা চতুর্ভুবণ।
সুন্দর আশাবাদে লেখা অনন্য অনুভূতি।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ।ভাল থাকুন। সুস্থ থাকুন।