
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ক’জন-ই বা সত্যোচ্চারণ করতে পারে বা অসঙ্গতির বিরুদ্ধাচারণ করতে পারে। বেশিরভাগই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে পথ হাঁটে সুবিধা প্রাপ্তির আশায়। পারলে তেলবাজিও করে বাড়তি আনুকূল্য লাভের আকাঙ্ক্ষায়।
সামাজিক অধঃপতনের এটা একটা বিশেষ কারণ।
জানতাম, অসির চেয়ে মসি শক্তিশালী। কথাটা সত্যতা পায় তখনই যখন মসি হয়ে ওঠে সমাজ পরিবর্তনের হাতিয়ার। সমাজের সমস্ত অসঙ্গতির বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র হিসাবে মসি যখন চলতে থাকে তখন অসির চেয়েও মসি শক্তিশালী হয়।
আর মসিকে যখন কেবল লেখক হিসাবে প্রতিষ্টা পাবার উপকরণ হিসাবে গ্রহন করা হয়, তখনই দেখা দেয় বিপত্তি। সেই মসি তখন আনুকূল্য পাবার আশায় হেলে পড়ে অথবা স্রোতের গতি বুঝে সাঁতার কাটে। এ সাঁতারে সাময়িক ভেসে থাকা যায়, বাহবাও মেলে দ্রুত। ফলশ্রুতিতে যতো দ্রুত বাহবা মেলে ততো দ্রুতই ডুবে যায়, অর্থাৎ আখেরে কূল পায়না।
স্রোতের অনুকূলে থেকে লেখক হওয়ার স্বপ্নবাজদের বেলায় ‘অসির চেয়ে মসি শক্তিশালী’ এই বাক্যের কার্যকারিতা হারায়। ফলে সমাজে মসি দুর্বল হতে থাকে। মসির দুর্বল প্রভাব অসিকে নিয়ন্ত্রক হতে সহায়তা করে। অবধারিতভাবে তখন সমাজ বিপর্যয়ের মুখে পড়ে।
গত কয়েক দশক ধরে আমাদের সমাজে স্রোতের অনুকূলে কলম চালানো লেখকের সংখ্যাধিক্য, পাশাপাশি মোহমুক্ত শক্তিমান লেখকদের বয়সজনিত তিরোধান ইতিহাসে শক্তিশালী লেখকের সংখ্যা ক্রমশ শূন্যের কোটায় এনে কলমের বন্ধ্যাত্বকাল রচনা করতে যাচ্ছে। অন্যদিকে অসির ঝনঝনানি কালের অন্ধকার হয়ে এগিয়ে আসছে সমাজ নিয়ন্ত্রক হতে।
আজ চলে গেলেন শক্তিমান একজন লেখক যিনি তাঁর পুরো জীবনটাই উজার করে দিয়েছিলেন মানবমুক্তির জন্য। একের পর এক সে জায়গাটা শূণ্য হচ্ছে কিন্তু সে মাপে শূন্যস্থান পূর্ণ হচ্ছে না।
৮টি মন্তব্য
ফয়জুল মহী
অতুলনীয় লেখা। ভালোই হয়েছে।
এস.জেড বাবু
///স্রোতের অনুকূলে লেখক হওয়ার স্বপ্নবাজদের বেলায় ‘অসির চেয়ে মসি শক্তিশালী’ এই বাক্যের কার্যকারিতা হারায়।
বোধসম্পন্ন লিখা
তাৎপর্য অনেক
ভালো লিখেছেন
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লিখেছেন। ওনার মতো মনুষ্যদের শূণ্যস্থান কখনো পূরণ হবার নয়। কখনো কারোরি শূণ্যস্থান পূরণ হয়না । গড্ডালিকায় কমবেশী সবাই গা ভাসায় , কিছু মানুষ সেটা পারেনা বলেই অন্যদের থেকে আলাদা বৈশিষ্ট্যের হয়। আর তাই এদের তুলনা হয়না কারো সাথে। শুভ কামনা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সময়ের সাহসী এবং সত্য কথা। মানুষ আজকাল গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েই চলতে চায়। ন্যায় আর সত্যের কথা অনেকেই বলতে চায়না ব্যক্তিগত চাহিদার জন্য। সুযোগ সুবিধার জন্য। ভালো লেখার জন্য ধন্যবাদ।
আরজু মুক্তা
বুদ্ধিজীবিরা সব চলে যাচ্ছে কেনো?
মোহাম্মদ দিদার
গভীর জীবন বোধের বহিঃপ্রকা।সময়ের সাহসী ভাষা সাবলিল ভাবে প্রকাশিত হয়েছে।
হালিম নজরুল
চমৎকার বিষয় নির্বাচন
কাজী ফরিদ হাসান
absolutely amazing writing