সুনসান পথ জুড়ে লাশকাটা ঘরের থমথমে ঘোর
নির্জীব রোদের দুপুর ছোঁয় অবিন্যস্ত রুক্ষ চুল,ঝাপসা লোনা জল
বিষণ্ণতার বুক ছুঁয়ে অবিশ্বাসের ঝলকানো তরবারি, সুখী জল এফোঁড় ওফোঁড়।
অবিশ্বাসের ছাইচাপা তেজ, দুর্নিবার দাহ, অনিঃশেষ উপেক্ষা
বীপরীতে নিশ্চিত আশ্রয়স্থলে ঘনঘটা মেঘের।
তোমার উঠোনে ঝুম বরষায় ভিজে ভিজে অপেক্ষা ,
উপেক্ষা দিলে দিও ,শুধু তুমিই দিও।
– শুধু ছুঁয়ে দিলেই হয়ে যাই আশ্বিনের মেঘ, ঝুল বারান্দায় দোল খাওয়া একলা বাতাস ।
২২টি মন্তব্য
জসীম উদ্দীন মুহম্মদ
শুধু ছুঁয়ে দিলেই হয়ে যাই আশ্বিনের মেঘ, ঝুল বারান্দায় দোল খাওয়া একলা বাতাস ।—- অসাধারন !! -{@ (y)
আগুন রঙের শিমুল
থ্যাংকস ভাই 🙂
ছাইরাছ হেলাল
সমর্পণ সুন্দর হয়েছে ।
অনেকেরই কাঙ্খিত এ অনুনয় ।
আগুন রঙের শিমুল
অর্ধেক চাঁদ ভাসায়েছি কাটাখালির নিমগ্ন জোয়ারে
বাকি আধখানা দিয়াছি তব পদপ্রান্তে …… এইরকম সমর্পণ না হইলে দিয়াও শান্তি লাগেনা 🙂
২২-৮-১১ তে ফারমার বলেছিলেন-
ভালোবাসা মানেই সম্প্রদান। 🙂
ছাইরাছ হেলাল
আরও বেশি করে দিন , বেশি করেই বেশি দিন । ধার করে হলেও আরও দিন ।
শান্তি লাভ করে শান্তিতে থাকুন ।
এই সমর্পণের মার্কেট ভ্যালুও বেশ ভাল ।
মা মাটি দেশ
(y) -{@
আগুন রঙের শিমুল
(3
প্রজন্ম ৭১
এমন আবেগি কবিতা ভালো লেগেছে খুব। ছুঁয়ে দিক সে। ছবিটাও সুন্দর হয়েছে খুব।
অকঃ ছবিটা একটু ছোট করলে মনে হয় কবিতাটি উজ্জ্বল হতো আরো।
আগুন রঙের শিমুল
থ্যাংকস 🙂
ঘটনা হৈল আমি আপ্লোড করিনি বস , ইউ আর এল দিয়া দিসি তাই অরিজিনাল সাইজেই আসছে ফটুক 🙂
শুন্য শুন্যালয়
ছবিটা মাথা এলোমেলো করে দেয়ার মতো।
আর কবিতাটি মন এলোমেলো করে দেয়ার মতো, শেষের লাইনদুটো? কিছু বলবোনা। তারে কপি পেস্ট দিয়ে আসি।
আগুন রঙের শিমুল
🙂
আচ্ছা দিয়াসেন
পাঠ প্রতিক্রিয়া দেইখা ভালোলাগায় মন ভরে গেছে, থ্যাঙ্কু শুন্য
মিথুন
ছুঁয়ে দিলে একলা বাতাস হবেন কেনো? দোকলা বাতাস হবেন।
খুব সুন্দর।
আগুন রঙের শিমুল
আগে ছুঁয়ে দিক একবার …… তারপর 🙂
লীলাবতী
খুবই ভালো লেগেছে ভাইয়া, আমি ঐ বেঞ্চে বসবো 🙂
আগুন রঙের শিমুল
আইচ্ছা বইসেন 🙂
বনলতা সেন
ছবিও লেখায় অন্ধকারের দেখাই পাচ্ছি না , নখ কোথায় পাবো ।
উজ্জ্বল ভবিষ্যৎ মনে হয় আপনার অপেক্ষায় ।
লিখতে থাকুন । আমরা পড়বো ।
আগুন রঙের শিমুল
এমন উৎসাহ পেলে লিখতে তো হবেই 🙂
সীমান্ত উন্মাদ
কয়েকটা লাইন চমৎকার।
আগুন রঙের শিমুল
🙂 🙂
জিসান শা ইকরাম
বরাবরের মতই সুন্দর।
ছবিটা পাগল করে দিয়েছে (y)
* খুঁজে পাইনা কেন ? ঘটনা কি ?
আগুন রঙের শিমুল
একটু আড়ালে ছিiলাম দাদা 🙂
ভোরের শিশির নীতেশ
“শুধু ছুঁয়ে দিলেই হয়ে যাই আশ্বিনের মেঘ, ঝুল বারান্দায় দোল খাওয়া একলা বাতাস” আহা! 😀 -{@ (3 😀
আরশি ক্কাক্কা সেইইইইইইইইইইই ভাল লাগলো লাইনটি (3 (3