অন্তিম প্রার্থনা

হালিম নজরুল ২২ এপ্রিল ২০২০, বুধবার, ০৮:০২:১৩অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

মাতা পিতা ভাই বোন আছে দূর গাঁয়ে,

নগরীটা কুপোকাত করোনার ঘায়ে।

কতদিন দেখি নাই বন্ধুর মুখ ,

প্রিয়তমা পথ চেয়ে আছে উন্মুখ।

 

কখনো কি হবে দেখা সেইসব দিনে ?

স্মৃতিপটে লেখা যা যা ভালবাসা ঋণে

ভেসে ওঠে ছবিগুলো করোনার কালে,

মন কাঁদে জানতে কে আছে কোন হালে।

 

মহামারি শেষে যদি না ফিরি সে মাঠে,

চিরতরে চলে যায় কোমা থেকে খাটে।

ক্ষমা করে দিও প্রিয় ক্ষমা করে দিও ,

বাসের যোগ্য করে পৃথিবীটা নিও ।

——————–0 0——————-

৬৩৮জন ৫৩১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ