
এক রক্তিম গোধূলি বেলায়,
তোমার চোখে দু’চোখ রেখে,
কত রঙ বেরঙের স্বপ্নের আল্পনা-
এঁকেছিলাম রঙহীন হৃদয় আঙ্গিনায়!
ভেবেছিলাম ধূলো ধূসরিত বিবর্ণ উঠান,
রাঙিয়ে তুলবো হরেক রকমের স্বপ্ন-রঙে।
কিন্তু কখনো ভাবনায় আসেনি
কৃষ্ণচূড়ার মতো টকটকে রক্তলাল-
গোধূলি বেলা হয়ে উঠবে বিভৎস পাঁশুটে,
রঙ-বেরঙের স্বপ্নরা হয়ে যাবে-
বিদঘুটে বিচ্ছি ম্রিয়মাণ,
আল্পনা হয়ে উঠবে নিস্তেজ নিষ্প্রাণ।
বিভৎস পাঁশুটে গোধূলি বেলায়,
বিদঘুটে বিচ্ছি ম্রিয়মাণ স্বপ্ন দিয়ে,
নিস্তেজ নিষ্প্রাণ আল্পনা এঁকে,
শেষদিন অব্দি অপেক্ষায় থাকবো তোমার।
তুমি আবার আসবে রাঙিয়ে তুলবে স্বপ্ন,
প্রাণ ফিরাবে নিষ্প্রাণ আল্পনার!
এ আমার অন্তর নিঃসৃত বিশ্বাস।
অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা বিশ্বাস,
কাঁচ-ভাঙ্গা ঢেউ এর মতো এসে,
নিঃশ্বাসে বিষ ঢেলে দিতে পারে না,
কেড়ে নিতে পারে না একটু একটু-
সঞ্চিত বিশ্বাসের সঞ্চয়টুকু।
৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দারুন হয়েছে আপু। বিশ্বাস বেঁচে থাকুক, বিশ্বাসের জয় হোক। ভালো থাকবেন সুস্থ থাকবেন
ফয়জুল মহী
একরাশ মুগ্ধতা , অনেক ভালো লাগলো l
ছাইরাছ হেলাল
স্বপ্ন আঁকড়ে বেঁচে থাকা বেঁচে যাওয়া এ লেখায় উঠে এসেছে।
বিষে বিষ-ক্ষয় না হলেই ভাল।
নীরা সাদীয়া
অপেক্ষা সফল হোক। ফিরে আসুক সে, পড়ুক এই কবিতাখানি।
মাহবুবুল আলম
’কাঁচ-ভাঙ্গা ঢেউ এর মতো এসে,
নিঃশ্বাসে বিষ ঢেলে দিতে পারে না,
কেড়ে নিতে পারে না একটু একটু-
সঞ্চিত বিশ্বাসের সঞ্চয়টুকু।’
ভাল লাগলো আপনার একান্ত অনুভূতি।
শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন।
হালিম নজরুল
শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থেকো।
প্রদীপ চক্রবর্তী
অপেক্ষার ফল মিষ্টি হয়।
শুভকামনা দিদি।
সুপায়ন বড়ুয়া
“কাঁচ-ভাঙ্গা ঢেউ এর মতো এসে,
নিঃশ্বাসে বিষ ঢেলে দিতে পারে না,
কেড়ে নিতে পারে না একটু একটু-
সঞ্চিত বিশ্বাসের সঞ্চয়টুকু।”
বিশ্বাসের হরনকরাটা মেনে নেয়া দায়।
ভাল লাগলো আপনার কবিতাটি
শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন আপু।
আরজু মুক্তা
ভালো লাগলো। ভালো থাকবেন।