অনেক চেয়েছি
অনেক ভালোবেসেছি তোমায়
প্রতি মুহূর্তেই শুধু তোমার কথা ভেবেছি
তোমার কথা ভাবতেই আমার ভালো লাগে।
সবসময়ই চেয়েছি
তোমার প্রতি আমার ভালবাসার
যেন কোন কমতি না থাকে ।
ভুল ক্রমেও যদি
তোমার কথা, দুই মিনিট না ভেবেছি,
তখন মনে হয়েছে
এ আমি কেমন হয়ে গেছি
এতো সময় হয়ে গেল
তবুও তোমার কথা আমি ,
কি ভাবে ভুলে রয়েছি ।
অনেক অনুসূচনায় ভুগেছি
ভেবেছি কেন আমি তোমাকে
দীর্ঘ সময় ভুলে থাকলাম ।
তোমাকে আমি আমার
জীবনের প্রতিটা সেকেন্ড এর সাথে
গেঁথে রাখতে চাই ।
ভালবাসতে ও ভালবাসা দিতে চাই
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর চেয়ে
শত সহস্র অধিক ।
——————– সীমা সারমিন————————
১২টি মন্তব্য
লীলাবতী
ভালো লেগেছে i
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপু………
শুন্য শুন্যালয়
“অনেক ভালবেসেছি”
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ 🙂
খসড়া
অনেক ভালবাসি।
আমার স্বপ্ন ও মনের কথা
কাকে ভাইয়া? 😀
ছাইরাছ হেলাল
এত ভালোবাসা ভালো নয় ।
আমার স্বপ্ন ও মনের কথা
সত্যি ভালো নয় 🙁
জিসান শা ইকরাম
অস্থির ভালোবাসা মানুষকে কাঁদায় -{@
আমার স্বপ্ন ও মনের কথা
ঠিক বলেছেন ভাইয়া। (y)
রকিব লিখন
নিঃস্বতার বন্ধনে আবন্ধ আমি
সমুখে চরে নিথর মরুভূমি
তবু আঁকি ভালবাসার ছবি
জানি আমি জানি মিথ্যা সবি।।
কবিতা অনেক ভাল গেলেছে।।
কারো জন্য কষ্ট পেয়ে নিজের জীবন নষ্ট করার দরকার আছে বলে আমি মনে করি না।।
ভাল থাকবেন।।(-3
আমার স্বপ্ন ও মনের কথা
🙁 (y)