অনেক কথা, কিন্তু তালমিল নেই- ২

সঞ্জয় মালাকার ২৯ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০১:০৪:০৩পূর্বাহ্ন অন্যান্য ১৮ মন্তব্য

অনেক কথা,কিন্তু তালমিল নেই

প্রভু…….
যদি সম্পর্ক হয় পরকীয়ার ঘাঁটি,
আমি সে সম্পর্ক হতে নেবো ভিক্তি মুক্তি!

সমাজ হতে বিদায় নিচ্ছে শান্তির চিহ্ন
নারী হয়েছে খেলার পূর্ণ।
প্রেম হয়েছে র্দুরনামের ঘাঁটি
নারীর শরীর বেঁচেই তো সমাজ পরিপাটি!

নতুন কিছু গল্প হয়..হয় সুনামের বদনাম
সমাজ আজ তন্ত্র মন্ত্রে…নারী কেই করে যন্ত্র!

জীবন প্রথ তোমায় নিয়ে শুরু ,
তুমি কর্ম স্হান।

বুক ফাঁটে তবু মুখ ফুটে না
পাখি তোর হাতের জল ভোলায় আমার তৃষ্ণার যন্ত্রণা,
পাখি চৈত্র রোদে শুকনো ভূমি
বৃষ্টি না হয় তুই-ই তো তৃষ্ণার ঝুলি।

তুমি চলে যাচ্ছ –
ফিরে এসো ভোরের আকাশে ।

রূপনগর,,
তুমি কি সেই রূপনগরে বাসিন্দা….
আমার অপরাজিত?
না কি স্বর্ণালী সুমী….
একটু পিছনে ফিরে তাকাও
তোমার মুখ টা দেখে আমি আনন্দের আলপনা আঁকি।

নীল দুপুর…. সোনালী সাঁজ ঘর তোমার অপেক্ষায়।

স্বপ্ন দেখেছি বাস্তবের সঙ্গে, স্বপ্ন খুঁজেছি সভ্যতার রঙে
যদি সম্মতি পাই সমাজে।

টাকা তুমি আমায় চিনলা না,
আমার কাছে থাকলাও না কাঁদিয়ে চলে গেলা।

জীবনের অঙ্ক খসে জীবন খুঁজে মুক্তি,
আমার এই পরিনিতি যুগফল টাই যে বাঁকি।

যত সঙ্কট হোকনা কেন জীবনের লক্ষ্যে পৌঁছাতে হবে,
জীবনের নতুন নতুন চাওয়া পাওয়া সাফল্য অর্জনে।

মন মিলে মানুষ মিলে সময় মিলে
পিরিতে শান্তি মিলে না, পিরিতে শান্তি মিলে না!

সুন্দরী
তোর দেহ স্বর্ণলতা,
তোর পিরিতে বেলায় আমি কাটিয়ে ছিলামম বেলা।

দেবী
আরাধনা হইচ্ছে আনন্দ……..
পূজা হইচ্ছে স্বতী,
তুমি কার পূজায় হইচ্ছ ভগ্ন মতি।

আঁধার পেরিয়ে আলো এসেছে,তোমার পদ ধুলাতে
আমি তোমার আলোয় সাজিতে চাই, সাজাতে চাই নিজেকে।
তুমি গগনে জেগে উঠা সূর্য,  বাগানে ফুটা পুষ্প
তুমি আমার সাথে চল,আবারও দৌড়াতে চাই আনন্দে!

তুমি জাগিয়ে দিও ভোরের আলোয়,
স্বপ্ন গুলো সাফল্য অর্জনে,
আমি আনন্দিত হবো
চাওয়া পাওয়ার আশায় কিছু স্বপ্ন মিছিলে।

আমি জেগেছি আলোয়, আলোক মানুষ মনুষ্যত্বের ধারে,
আমায় আনন্দ দিও সৌরভ সুভাষে ভরে।
আমি জগৎ জুড়ে থাকতে চাই, থাকতে চাই আলো নয়নে//

যদি ঋণ শুধ হতো এ সমাজ হতে
তোমারি ছেলের কাছে,
তুমি থাকতে-না কখনো মমতা হীন,,
আসতো না তোমার কপালে দুঃখ কোন দিন।

যদি সত্যি তুই হতি…গরীবের বন্ধু,
সমাজ হতে থাকতে তুই
ধরে সত্যের পিছু।

মাগো তুমি ছাড়া- জগৎ মিথ্যা তুমি হীনা এ-জগৎ মায়া শূন্য
মা-গো তুমি দুটি নয়নের আলো, তুমি আমার স্বর্গ।
সমাপ্তি,,
সঞ্জয় মালাকার //

১১৭৪জন ১০৬৬জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ