
অভিজ্ঞতার সমাহারে পরিপূর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্ব জীবন!
একমাত্র লক্ষমাত্রা স্থির হয়ে যায় কালক্ষেপণ।
কেমন করে যেন হারিয়ে গেছে আবেগ, উচ্ছ্বাস!
সে কি কেবল বয়সের দোষ?
নাকি প্রিয় মানুষদের নিস্পৃহতার আক্রোশ!
জীবনের কাছে কিছু চাওয়ার নেই পাওয়ার নেই,
নেই কোনো হাপিত্যেশ!
বেঁচে আছি এটাই ঢের বেশি মনে হয়,
দিনযাপনের রোজনামচায় কোনো যোগ চিহ্নের ব্যবহার আর কাম্য নয়।
মাতৃত্বের ঋণ শুধতে ভাগশেষে কিছু রেখে যেতে চাই,
অনুভূতি শূন্য প্রাণটাকে বাঁচিয়ে রাখতে তাই চেষ্টার ত্রুটি নেই।
নিজের জন্য কোনো হালখাতা নেই।
শূন্যে শূন্যে পরিপূর্ণ আজ অতীতের খাতার প্রতিটি পাতাই।
অথচ আমি প্রতিটি মুহূর্তকে উদযাপন করতে চেয়েছি,
শরতের কাশফুলের সাথে মিলিয়ে হালকা নীল শাড়িতে
সাজতে চেয়েছি,
বৃষ্টির সাথে প্রিয় কোনো স্মৃতিতে আনমনা হতে চেয়েছি।
ধূলির আস্তরণে ঢাকা পড়েছে আমার সকল ইচ্ছেরা।
আকাশে ওড়েনা এখন আর ওরা।
আমি শুধু সূর্যোদয় আর অস্তাচলের সঙ্গী,
আর রাতের কাছে অনাহুত নিশাচর বিহঙ্গী!
২৭/০৮/২০২০ইং
২৩টি মন্তব্য
ফয়জুল মহী
মাতৃত্বের ঋণ শুধতে ভাগশেষে কিছু রেখে যেতে চাই,
অনুভূতি শূন্য প্রাণটাকে বাঁচিয়ে রাখতে তাই চেষ্টার ত্রুটি নেই l ♥️♥️
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ মহী ভাইয়া
শামীম চৌধুরী
আমি শুধু সূর্যোদয় আর অস্তাচলের সঙ্গী,
আর রাতের কাছে অনাহুত নিশাচর বিহঙ্গী!
বাস্তবতাই মনে হলো। ভাল হয়েছে কবিতাটি
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা জানবেন।
রেজওয়ানা কবির
আমি শুধু সূর্যোদয় আর অস্তাচলের সঙ্গী,
আর রাতের কাছে অনাহুত নিশাচর বিহঙ্গী
অনন্য অসাধারন।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ আপু। অনুপ্রেরণা পেলাম।
ভালো থাকুন শুভকামনা সবসময়।
আরজু মুক্তা
উর্ধ্ব, উচ্ছ্বাস,বানানগুলো সম্পাদন করুন।
আমি মনে করি, কারও জন্য জীবন থেমে থাকে না। আবেগ নিয়ন্ত্রণে রাখতে হয়। আর নিজে ভালো না থাকলে পরিবারের আর সবাই কেমনে ভালো থাকবে?
ভালো থাকবেন সবসময়। শুভকামনা
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ আপু।
সম্পাদনা করেছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি
সুপরামর্শের জন্য।
সুপর্ণা ফাল্গুনী
কবিতার মাঝে মনে হলো একান্ত অনুভূতি খুঁজে পেলাম। শৈশব, কৈশোরের চাওয়া পাওয়া গুলো রঙ্গীন, উচ্ছল থাকে। একসময় চলতে চলতে জীবনে একঘেয়েমি ভর করে তখনই সব রঙ ফিকে হয়ে যায় ঘষা খেতে খেতে। মাতৃত্ব দারুন ভাবে প্রকাশ করলেন। জীবন সুন্দর হোক, রঙ্গীন হোক এই কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
দিদি ভাই আমি আপ্লূত আমার সাথে আপনি একান্ত অনুভূতির মিল খুঁজে পেয়েছেন।
ধন্যবাদ এবং অফুরান শুভেচ্ছা জানবেন।
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ লেখনী।
একেবারেই বাস্তব।
শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
ভীষণ ভাবে অনুপ্রাণিত হলাম রুকু আপু।
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
তৌহিদ
দিন বদলের পালায় নিজের অনেক ইচ্ছেকে অনিচ্ছাসত্ত্বেও বিষর্জন দিতে হয় আপু। এটাই জীবনের লীলাখেলা হয়তো। তারপরেও বেঁচে থাকি প্রিয়জনদের ভালোবাসায় আবদ্ধ হয়ে।
চমৎকার অনুভূতি পড়লাম।
সুরাইয়া পারভীন
একটা সময়ের পর মানুষ হয়ে যায় আবেগ অনুভূতিহীন কাটখোট্টা। হোক তা সময়ের পরক্রিমায় কিংবা প্রিয়জনের অবজ্ঞায়। এতা যেনো নিয়তির নির্ধারিত নিয়ম। মেনে নিতে হয় ইচ্ছায় বা অনিচ্ছায়। ভালো লিখেছেন
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ আপু।
আপনার সাথে সহমত পোষণ করছি।
ভালো থাকবেন শুভকামনা রইল
সৌবর্ণ বাঁধন
শূন্যে শূন্যে পরিপূর্ণ আজ অতীতের খাতার প্রতিটি পাতাই।- আমরা ভাবি জীবন শূন্য। প্রকৃতপক্ষে জীবন শূন্য হয়না। তার হিসাবের খাতায় কিছু না কিছু থাকেই। অনেক সুন্দর।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
আপনার সাথে সহমত পোষণ করছি।
ভালো থাকুন শুভকামনা রইল
উর্বশী
ইচ্ছে অনিচ্ছার বেড়াজালে, সময়ের কঠিন পরিক্রমায় কখনো নিজের অজান্তে না সূচক কে হ্যা আবার হ্যা- কে না – তে পরিণত করতে আমরা বাধ্য হই।আর এটা প্রকৃতির নিয়মের এক টি অংশ মাত্র। প্রিয়জন ও ভালোবাসা তার কাছে আমরা হার মেনে যাই। অনেক সুন্দর উপস্থাপন করেছেন। বেশ ভাল লাগলো। অফুরান শুভ কামনা
খাদিজাতুল কুবরা
আপু আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
অনেক ধন্যবাদ এবং অফুরান শুভেচ্ছা জানবেন।
ছাইরাছ হেলাল
কঠিনতম উপলবদ্ধি ,
অবশ্য কাশবন আর নীলাকাশ আমাদের বাঁচার হাতছানি দেয়।
খুব সুন্দর।
খাদিজাতুল কুবরা
হ্যাঁ ভাইয়া একদম প্রকৃতি বিধাতার অকৃপণ দান।
অনুপ্রেরনা পেলাম।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভূতির কবি আপু———
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ লিটনদা আপনাকে।