
দুপরের এ বিষণ্ণ খাঁ খাঁ রোদে পাখিরা ছায়া খুঁজে।
নৈশব্দের মতো পাহাড়ের গা বেয়ে নামে ঝর্ণা।
বসন্ত আসতে না আসতে সবুজাভ পাহাড় জুড়ে শুকনো পাতার মরসুম।
লালমাটির বুক ছুঁয়ে হরিরলুটের মতো ঝরে পড়ে আছে অজস্র শুকনো পাতা।
শিমুল ফুটে গিয়েছে।
পলাশ সবেমাত্র রঙ ধরেছে।
বসন্ত পঞ্চমী আসতে ঢের দেরী হলেও বিনুদের পুকুর পাড়ের গাছে অজস্র কুল এসেছে।
রোজই এসে কাঠবিড়ালি খেয়ে যায়।
আমরা ইচ্ছে করলে তা আর খেতে পারিনা।
নির্জন দুপুরের রোদেলা আলোতে,
দূর হতে একে একে বাতাসের সঙ্গে ভেসে আসে কাঞ্চন ফুলের মোহনীয় সুগন্ধি।
সে গন্ধের সুগন্ধিতে কেবল মাতাল করা মাদকীয় ঘ্রাণ।
রোদেলা দুপুরে শতবর্ষের প্রাচীন ইমারতের কারুকার্যে আলতো রাঙা পায়ের পদচিহ্ন রেখে উদাসী বালিকা ছুটে চলে পলাশ ফুলের গন্ধ নেবে বলে।
কিন্তু এ পাড়ায় এখনো বসন্ত আসতে যে বেশ কয়েক প্রহর বাকি।
বসন্ত আসলে প্রত্যেক প্রেমিক প্রকৃতি হয়ে যায়।
ওরা প্রকৃতিতে বসন্তের গন্ধ গায়ে মাখে।
সে গন্ধে তারা কবিতা লেখে।
কাব্যপাঠে নেয় জলকেলি বন রাজহংসের উষ্ণ ডানার নির্যাস গন্ধ।
আমরাও প্রহর গুনি প্রকৃতির বুকে নেমে আসুক বসন্তের মরসুম।
তোমার চুলের খোঁপায় প্রস্ফুটিত হয়ে উঠুক,
রক্তরাঙা বসন্তের পলাশ।
তুমি তো জানো না,
নক্ষত্র নিয়ন্ত্রিত নীলাকাশের বুকে এখনো বসন্ত আসেনি।
কেবল অনুভব ছাড়া।
.
ছবিঃ সংগৃহীত।
১৬টি মন্তব্য
সাখাওয়াত হোসেন
বসন্তের আগমনেে হোক মন মাতোয়ারা।
শুভেচ্ছা নিরন্তর।
প্রদীপ চক্রবর্তী
অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইলো অনেক।
বন্যা লিপি
আসি আসি বসন্তের কি সুন্দর নোহর দৃশ্যায়ন ফুটিয়ে তুললেন। যেন বিচরন করা যায় এমন শব্দ বাক্যে ভর করে।
বন্যা লিপি
বানানা ভুল হয় বার বার,#মনোহর হবে, শব্দটা।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দিদি।
ভালো থাকুন অনেক।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আহা , আজি এ বসন্তে — আমরাও প্রহর গুনি প্রকৃতির বুকে নেমে আসুক বসন্তের মরসুম।
তোমার চুলের খোঁপায় প্রস্ফুটিত হয়ে উঠুক,
রক্তরাঙা বসন্তের পলাশ।
প্রদীপ চক্রবর্তী
অশেষ ধন্যবাদ আপনাকে।
বসন্তের শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
হুম প্রকৃতির বুকে বসন্তের সৌন্দর্য লুটোপুটি খাচ্ছে। কিন্তু খুবই কম সময়ের জন্য । যার জন্য এতো আয়োজন সে চলে যায় তাড়াতাড়িই। আপনার সুনিপুণ লেখনীতে বসন্তের রূপ, রস দারুন ভাবে উপভোগ করছি। অসংখ্য ধন্যবাদ দাদা
প্রদীপ চক্রবর্তী
ভালো লাগলো মতামত।
বসন্তের শুভেচ্ছা রইলো,দিদি।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর ভাষার ব্যবহারে অপূর্ব শব্দচয়ন,
শুভকামনা রইল অফুরন্ত প্রিয়।।
প্রদীপ চক্রবর্তী
ধন্যবাদ,দাদা।
তৌহিদ
দাদা, আপনার লেখায় নিপুণ শব্দশৈলীতে মুগ্ধ হই বারবার। বসন্ত আসুক আপন সত্ত্বায়, আপনার এই লেখার প্রতিটি শব্দের ভালোবাসার আহবানে।
শুভকামনা সবসময়।
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি, দাদা।
সাধুবাদ আপনাকে।
আরজু মুক্তা
আপাতত অনুভবে থাক।
প্রদীপ চক্রবর্তী
বসন্তের শুভেচ্ছা, দিদি।
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি, দাদা।
সাধুবাদ আপনাকে।