কতদিন দেখিনি তোমাকে !
কত শতাব্দী পার হয়ে গেলো।
তুমিতো বলবে আরে !
এইতো মাত্র সেদিন,একসাথে খুনসুটিতে
কেটে গেল দুপুর, বিকেল গড়িয়ে সন্ধ্যা!
তারপর জোৎস্না চুঁইয়ে রাতও গেলো।
তুমি কি জানো তোমাকে না দেখার
প্রতিটা প্রহর এতোটাই দীর্ঘ এতোটা!
যেন সমস্ত পৃথিবীটা বুকে হেঁটে পার-
হচ্ছি আমি এক অভিশপ্ত শামুক!!
তোমাকে না দেখার মুহুর্তগুলো এতো
বেশি যন্ত্রণাময় এতোটাই.!
যেন আদিম অন্ধকার খুড়ে তুলে আনি,
অসমাপ্ত পান্ডুলিপি শুধু তোমারই মুখ!
৩টি মন্তব্য
ইঞ্জা
বেদনাহত ভালোবাসা, দারুণ।
আবু খায়ের আনিছ
বাপরে! 😮
শতাব্দি পার হয়ে গিয়েছে, এত পুরনো সম্পর্কও মনে আছে, কেমনে কি? -:-
নীলাঞ্জনা নীলা
আসলে অপেক্ষা কিংবা বিরহের প্রহর লাগে শতাব্দী কালের মতো।
ভালো লিখেছেন।