অনুভবে পার্থক্য

সালমা আক্তার মনি ১৫ অক্টোবর ২০১৬, শনিবার, ১০:১৫:৫৯পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য

কতদিন দেখিনি তোমাকে !

কত শতাব্দী পার হয়ে গেলো।
তুমিতো বলবে আরে !
এইতো মাত্র সেদিন,একসাথে খুনসুটিতে
কেটে গেল দুপুর, বিকেল গড়িয়ে সন্ধ্যা!
তারপর জোৎস্না চুঁইয়ে রাতও গেলো।
তুমি কি জানো তোমাকে না দেখার
প্রতিটা প্রহর এতোটাই দীর্ঘ এতোটা!
যেন সমস্ত পৃথিবীটা বুকে হেঁটে পার-
হচ্ছি আমি এক অভিশপ্ত শামুক!!
তোমাকে না দেখার মুহুর্তগুলো এতো
বেশি যন্ত্রণাময় এতোটাই.!
যেন আদিম অন্ধকার খুড়ে তুলে আনি,
অসমাপ্ত পান্ডুলিপি শুধু তোমারই মুখ!

৫১৪জন ৫১৪জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ