
==========================
আজ অনুতপ্তে আকাশটা ফেঁটে
ঝর্ণা ধারা ঝরচ্ছে-
তবুও এক বিঘা বালুচর নেই-
নেই ঘাসফড়িংর দল
বাতাসের সাথে কিছু গন্ধ প্রণয়ের
হাসি তাও খোঁজে পাই না-
কি করে বুক ভরে নিঃশ্বাস নিবো?
শুভ কামনা নেই- অনুতপ্তের ভাষা
হয় তো বুঝেই না- দিন, মাস,
বছরের পর বছর ক্ষতবিক্ষত
মাটির অনুধারা রক্তের বুক চক্ষু-
রঙধনু উঠুক- আনন্দের বৃষ্টি ঝরুক
উঠানে জলকাঁদা ক্ষণ একটি বার আসুক-
একটা ভাব নামুক; অতঃপর শুদ্ধ করো
মনের যত অনুতপ্তের সব বর্ণগুলো ।
০১ ভাদ্র ১৪২৬, ১৬ আগস্ট ২০
—————————–
২৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“একটা ভাব নামুক; অতঃপর শুদ্ধ করো
মনের যত অনুতপ্তের সব বর্ণগুলো ।”
অনুতপ্তের ভাষায় ফুটক গোলাপ
ভালবাসার আঙিনায়। শুভ কামনায়।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
সুপায়ন বড়ুয়া
আপনাকে ও ধন্যবাদ। শুভ কামনা।
অরুণিমা মন্ডল দাস
আপনার লেখা পড়লাম গদ্য না লিখে একটু চিন্তা করে কল্পনা বাড়িয়ে প্রতিস্থাপন করুন ভালো লাগবে
আলমগীর সরকার লিটন
জ্বি কবি অরুণিমা দিদি সুন্দর কথা বলেছেন
মাথায় রাখলাম- অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
ফয়জুল মহী
অনবদ্য লেখা ,পড়ে বিমোহিত হলাম।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
শামীম চৌধুরী
ঝরুক বৃষ্টি, উঠুক রংধনু, আসুক জলকাদা। এই সব কিচু নিয়ে উঠুক ভাব সবার অন্তরে। দারুন লাগলো ভাইজান।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি শামীম দা
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর ভাবাবেগের বহিঃপ্রকাশ ঘটেছে। শুদ্ধ হোক মনের যত অনুতপ্তের বর্ণগুলো এই কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
কামাল উদ্দিন
কবিতা যে আমি সব সময় কম বুঝি সেটা তো আপনি জানেনই, মন্দ কাজের পর অনুতপ্ত হওয়াটা ভালো মানুষের লক্ষণ, সবাই সেটা পারে না…….শুভ কামনা জানিয়ে গেলাম লিটন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি কামাল দা ঠিক বলেছেন
কষ্ট করে পড়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন সব সময় লিটন ভাই।
নিতাই বাবু
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি লিটন দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নিতাই দা
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
তৌহিদ
মাটির অনুধারা রক্তের বুক চক্ষু-
রঙধনু উঠুক- আনন্দের বৃষ্টি ঝরুক….
চমৎকার লিখেছেন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
বন্যা লিপি
কয়েক লাইন পড়ে আর পড়তে ইচ্ছা করলো না কেন জেনো। আপনার টাইপিংএর সময় আরো সতর্ক হওয়া জরুরী।
আজ অনুতপ্তে আকাশটা ফেঁটে
ঝর্ণা ধারা ঝরচ্ছে-
তবুও এক বিঘা বালুচর নেই-
নেই ঘাসফড়িংর দল
বাতাসের সাথে কিছু গন্ধ প্রণয়ের
হাসি তাও খোঁজে পাই না-
কি করে বুক ভরে নিঃশ্বাস নিবো?
এই লাইনের মাঝেও ভুল ব্যাখ্যা আছে- আকাশ ফেটে ঝর্ণাধারা বইছে” তারপর আবার বলছেন, তবুও একফোঁটা বালুচর নেই কোথাও” কিছু মনে করবেন না, হয়তো আমিই বুঝতে পারিনি।
বানানের দিকে আরেকটু সচেতন হবেন।
শুভ কামনা।
বন্যা লিপি
এক বিঘা বালুচর নেই কোথাও* – আমি ভুল লিখেছি – এক ফোঁটা*
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি লিপি আপু
ভুল বানানগুলো দেখে দেননি
প্লীজ ভুল বানানগুলো দেখেদিন
ভুল ব্যাখ্যা বুঝতে পারছেন জেনে আমি খুবি দুঃখিত
অনেক কষ্ট করে পড়েছেন জেনে
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
আরজু মুক্তা
ভালো লাগলো কবিতা।
অনুতপ্ত হৃদয়ে আবার বসন্তের ফুল ফুটুক।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
রেজওয়ানা কবির
শেষের দুই লাইন বেশি চমৎকার।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কবির দিদি
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
সুরাইয়া পারভীন
ভালো লেগেছে কবিতা
ভালো থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি পারভীন আপু
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
সাবিনা ইয়াসমিন
মন যদি কোন কারণে অনুতপ্ত হয়, তাহলে তার পরিশুদ্ধি এম্নিতেই আসে। অশুভ মনে কখনো অনুতাপ ধরা দেয় না।
সুন্দর কবিতা।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹