
তোমার শরীর থেকে একটা অচেনা গন্ধ পাচ্ছি
-আমার না বলতে চাচ্ছো?
উহু, তোমার-ই
-তাহলে? অচেনা বলো কেন?
আগে পাইনি, এমনতো নয়-ই
-কেমন?
তীব্র,
স্নায়ুতে ছড়িয়ে যাচ্ছে প্রতি নিঃশ্বাসে
যেন হঠাৎ বৃষ্টির ফোঁটায় ভিজেছে পোড়া মাটি
ঘাস-বুকে ফুটেছে নাম না জানা অজস্র বেগুনি ফুল,
যেন আমি ডুবে আছি অনন্ত বর্ষায়;
মাতাল হচ্ছি! বলো, কেন এমন হবে?
– হতেই পারে
কেন?
– আচ্ছা, তবে শোনো
বিরহী গাঙচিল জানে
ক্লান্ত ডানা কোথায় থামে,
অথৈজলে ভেসে চলা সহস্র মাস্তুল ছাড়িয়ে–
খুঁজে ফেরা অধীর দৃষ্টি পেয়েছে
জল-বন্দি সেই নাবিকের খোঁজ,
যার বুকের মাঝে লেপ্টে আছে একগাছি চুলের সুবাস..
উৎস তবে এই!
-হু
অপেক্ষায় ছিলে?
-খুব, খুউউউব…
.
.
*ছবি- আমার*
১৯টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
খুব মনোজ্ঞ কবিতা। পড়ে মন ভরে গেছে।
“বিরহী গাঙচিল জানে
ক্লান্ত ডানা কোথায় থামে,
অথৈজলে ভেসে চলা সহস্র মাস্তুল ছাড়িয়ে–
খুঁজে ফেরা অধীর দৃষ্টি পেয়েছে
জল-বন্দি সেই নাবিকের খোঁজ,
যার বুকের মাঝে লেপ্টে আছে একগাছি চুলের সুবাস..”
লাইন কয়টা মন ছুঁয়ে গেছে। কোথায় যেন বুকের মাদল ভেজে উঠল।
সাবিনা ইয়াসমিন
প্রথম মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আর এত সুন্দর করে বলার জন্য কৃতজ্ঞতা জানাই।
খুব ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
বন্যা লিপি
টুকরোটার পরিধি কলেবরে খুব ছোট। ব্যাখ্যার ব্যাপ্তি এক চিত্রনাট্যা। ধারে কাটে যাবতীয় অনুষঙ্গের শব্দাবলী। ফিরে এসো ছুটন্ত টগবগে খুরের দাপটে না হোক,,, অন্তত ধীরতায় থাকুক কোলাহলের ছল।
ভালবাসা বলিনা কতকাল!!!!!!❤️❤️
সাবিনা ইয়াসমিন
মন্তব্যর টুকরোর পরিধি খুবই বিশাল। এটা ভেঙেচুরে ব্যাখ্যা করা আমার মতো আদার বেপারীর পক্ষে না-সম্ভব।
আপাতত ভালোবাসা টুকু নিয়ে পালাই, পরে যদি সাহস সঞ্চার করিতে পারি তাইলে আবার আসিবো ফিরে এই কমেন্টের রিপ্লাই নিয়ে.. ততক্ষণে শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
হৃদয়ছোঁয়া উপমার সমাহারে
গহন জলের বুকে বয়ে যাওয়া
তৃষিত অনুভবের বর্ণিল বিচ্ছুরণ।
অশেষ মুগ্ধতা ও শুভ কামনা রেখে গেলাম পাতায়।
সাবিনা ইয়াসমিন
❝তৃষিত অনুভবের বর্ণিল বিচ্ছুরণ।❞
বোরহান ভাই, আমি আপনার এমন কমেন্টে শুধু চমকিত হই না, রিতীমত হতভম্ব হয়ে যাই। এই লেখার সারমর্ম এটাই ছিলো!
সত্যিই আমি মুগ্ধ।
ভালো থাকুন খুব।
শুভ কামনা রাশি রাশি 🌹🌹
আলমগীর সরকার লিটন
বাহ খুব সুন্দর এক জায়গায় মজা লাগল
সাবিনা ইয়াসমিন
কোন জায়গায় মজা পেয়েছেন তাতো লিখলেন না! এটা কিন্তু ঠিক নয়।
শুভ কামনা 🌹🌹
নার্গিস রশিদ
মন ছুঁয়ে যাওয়া উপমা। ভাল লাগলো । শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ নার্গিস আপু।
ভালো থাকুন, সুস্থ আর নিরাপদে থাকুন।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
হালিমা আক্তার
বিরহী গাঙচিল এর মতো ভালোবাসাও কখনো কখনো অচেনা বন্দরে থেমে যায়। দিশেহারা নাবিকের মতো সামনে দৃষ্টি খুঁজে বেড়ায়। অসাধারণ শব্দ শৈলী। অনেক দিন পর আপনার লেখা পেলাম মনে হয়। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
চেষ্টা করি কিন্তু নিয়মিত লেখা হয় না, আসে না। আপনার মন্তব্য নিয়মিত হওয়ার তাগিদ পেলাম।
অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
বিরহী গাঙচিল জানে
ক্লান্ত ডানা কোথায় থামে,
বোধহয় এ বিরহী গাঙচিল অনঙ্গ আখ্যানের সমস্ত সারসত্তা জানে!
যথার্থ লিখেছেন, দিদি।
সাবিনা ইয়াসমিন
অনঙ্গ আখ্যানএ বিরহী গাঙচিলের ভূমিকা তুমি ঠিকঠাক ধরতে পেরেছো প্রদীপ।
নিয়মিত হও, তোমাকে মিস করি এখানে।
ভালো থেকো। শুভ কামনা 🌹🌹
নাজমুল আহসান
“যেন আমি ডুবে আছি অনন্ত বর্ষায়”
অনন্ত জলিল ভাই আর বর্ষা ভাবীর কথা বলছেন? 🙄
সাবিনা ইয়াসমিন
আরেহ না।।। এটা অন্য জিনিস।
নাজমুল আহসান
অ, আইচ্ছা 😬
ছাইরাছ হেলাল
ছুঁয়ে যাওয়া বৃষ্টিতে ছুঁড়ে দেয়া কল্প-ভাবনা
সুনিপুণ বিস্ময়ে শূন্যতার প্রান্তরেও জ্বালানী কুড়াচ্ছে,
আবার জ্বলবে বলে।
সাবিনা ইয়াসমিন
যত দহন ততো জ্বলন ততোই সহণ;
শূন্যতার পরিপূর্ণ রুপ দেখিতে পায় কে?
কখন! ক’জন!!
মহারাজ, বৃষ্টিরও দাহ্যক্ষমতা আছে বৈকি। যে ভিজে সে-ই বোঝে।