আজ হতে তুলে রাখলাম; অধিকার নেই কারো আর,
যে মনে অন্য ছোঁয়া গ্রহণ করে; সে মনের আরাধনাতে
অপেক্ষার বেশ্যাবৃত্তিতে কাটবে কালের আঁধার।
‘যদি’ ‘মতো’ ‘জানতেম’ হয়ে যায় রোদেলা দিনে কুয়াশা,
সব কিছুই ফুরোবে; শুধু অধিকারটুকু থেকে যাবে অসূয্যার্স্পশী ছায়া হয়ে,
আড়ালে যে কায়া আছে অপেক্ষার বেশ্যাবৃত্তিতে
অধিকারের এক চিকন সূতো নিয়ে।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
ছোট কবিতা ভালো হৈসে।
নীতেশ বড়ুয়া
😛 থ্যাঙ্কিয়ু
স্বপ্ন
অপেক্ষারা বুঝি এমন হয়!
নীতেশ বড়ুয়া
অপেক্ষা! যারা করে অপেক্ষা তারা বেশ্যাদের মতোই হয়ে যায়… মন ঠিক কিন্তু শরীর নষ্ট হয় তবুও মন ঠিক…
নুসরাত মৌরিন
সুন্দর কবিতা।
ভাল লাগলো। 🙂
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ আপু 🙂
লীলাবতী
‘যদি’ ‘মতো’ ‘জানতেম’ খুব খারাপ।কবিতায় ভালো লাগা।
নীতেশ বড়ুয়া
খুবই খারাপ। জীবন আর মন দুইই ভেঙ্গে দেয় 🙁 লীলাপু
শুন্য শুন্যালয়
প্রথম আর শেষ লাইনে কি বৈপরীত্য আছে? বুঝতে পারিনি ভালো করে।
নীতেশ বড়ুয়া
“আজ হতে তুলে রাখলাম; অধিকার নেই কারো আর,
আড়ালে যে কায়া আছে অপেক্ষার বেশ্যাবৃত্তিতে
অধিকারের এক চিকন সূতো নিয়ে।”
প্রথম আর শেষ দু’লাইন… @শূন্য ভাইয়া
স্বপ্ন নীলা
ছোট হলে কি হবে — দারুন হয়েছে কবিতাটি
নীতেশ বড়ুয়া
ধন্যাবাদ আপু। ছোট্ট হলেও অনেক কিছুই বলার চেষ্টা করেছি…