আলমগীর সরকার লিটন মার্চ ১৪, ২০২০ at ৪:১০ অপরাহ্ন কবিতা কখন তীব্রগতিতে আসে বুঝা কঠিন অনেক শুভ কামনা রইল কবি দা
সুপর্ণা ফাল্গুনী মার্চ ১৪, ২০২০ at ৪:১৪ অপরাহ্ন আমার অবয়ব তো বিধাতার লেখা কবিতা। ‘আমার ‘ জায়গায় তোমার হবে মনে হয়। কবিতারা আসে কিন্তু আমি ধরতে পানি না। ‘পানি’ এর জায়গায় পারি হবে তাইনা ভাইয়া?? ইস আমিও চাই আমায় নিয়ে কেউ লিখুক। ধন্যবাদ ভাইয়া
জিসান শা ইকরাম মার্চ ১৪, ২০২০ at ১০:২৯ অপরাহ্ন কবিতাটি আসুক,ধরতে যেন পারেন 🙂 ভালো লেগেছে কবিতা, শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া মার্চ ১৫, ২০২০ at ৯:১১ পূর্বাহ্ন “সেই থেকে আমি শুধু তোমায় দেখি, আর চোখ মেলে তাকিয়ে থাকি, কি অপরূপ তুমি!” অধরাদের এমন রূপের বর্ণনা করা যায় তাকে নিয়ে ভাবুন যে তোমায় পেতে চায়। শুভ কামনা।
সুরাইয়া নার্গিস মার্চ ১৫, ২০২০ at ১২:৩৩ অপরাহ্ন অনেক ভালো লাগছে। সত্যি আমাকে নিয়েও কেউ কবিতা লিখে না…! শুভ কামনা আপনার জন্য
হালিম নজরুল মার্চ ১৫, ২০২০ at ১১:১৫ অপরাহ্ন সেই থেকে আমি শুধু তোমায় দেখি, আর চোখ মেলে তাকিয়ে থাকি, কি অপরূপ তুমি
১০টি মন্তব্য
ফয়জুল মহী
অপূর্ব শব্দশৈলিতে নন্দিত উপস্থাপন ।
নৃ মাসুদ রানা
আমায় নিয়ে একটা কবিতা লিখতে পারো?
আলমগীর সরকার লিটন
কবিতা কখন তীব্রগতিতে আসে বুঝা কঠিন
অনেক শুভ কামনা রইল কবি দা
সুপর্ণা ফাল্গুনী
আমার অবয়ব তো বিধাতার লেখা কবিতা। ‘আমার ‘ জায়গায় তোমার হবে মনে হয়। কবিতারা আসে কিন্তু আমি ধরতে পানি না। ‘পানি’ এর জায়গায় পারি হবে তাইনা ভাইয়া?? ইস আমিও চাই আমায় নিয়ে কেউ লিখুক। ধন্যবাদ ভাইয়া
ছাইরাছ হেলাল
ইসস!
হেলায় হারালেন! মাত্র-ই একটি কবিতা!
জিসান শা ইকরাম
কবিতাটি আসুক,ধরতে যেন পারেন 🙂
ভালো লেগেছে কবিতা,
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
“সেই থেকে আমি শুধু তোমায় দেখি,
আর চোখ মেলে তাকিয়ে থাকি,
কি অপরূপ তুমি!”
অধরাদের এমন রূপের বর্ণনা করা যায়
তাকে নিয়ে ভাবুন
যে তোমায় পেতে চায়।
শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
অনেক ভালো লাগছে।
সত্যি আমাকে নিয়েও কেউ কবিতা লিখে না…!
শুভ কামনা আপনার জন্য
কামাল উদ্দিন
অধরা থাকলেই তো কবিরা হয়ে উঠে প্রকৃত কবি।
হালিম নজরুল
সেই থেকে আমি শুধু তোমায় দেখি,
আর চোখ মেলে তাকিয়ে থাকি,
কি অপরূপ তুমি