
শরতের সন্ধ্যা-আরতিতে, দু’বাহুর করতলে-
কপোল ছুঁয়ে ভালোবাসার বীজমন্ত্র কর্ণ-গহ্বরে দিলে;
ভালোবাসার প্রেমে-মত্ত হলো চিত্ত ।
ক্ষণিকের তরে নীহার-স্নাত ঊষা-লগনে মিহিরের পরশে ;
বাষ্পায়িত হয়ে নীলিমার আবক্ষে সঁপে দিলে।
বীজ থেকে অঙ্কুরিত অপত্য অলিন্দে, অলিন্দে যাযাবর-সম ;
চক্রাকারে ঘূর্ণিত প্রণেতার অন্বেষণে।
অবগাহনে সতত প্রেমের সরোবরে-
অলীক কল্পনায় ন্যুব্জ তনু-মন;
বিরস-বদনে বিরহী কুহক ছুঁয়ে যায়-
জাগ্রত দিক উত্তরাশা।
আমৃত্যু সেঁচে প্রেম-সুধা;
ক্ষয়িষ্ণু দেহটাকে র্দৌবল্য সাধনে-
অলৌকিকতার শরণে ।
অধরা-ই রয়ে গেলো কাঙ্খিত অমৃতরস।
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আহারে অমৃতরস, দেবলীলা ব্যাতীত মিলিবে কী উপায়ে!
এখানেও কুহক হানা।
তবুও চাই সীমিত পরিমানে অমৃতরস।
সুপর্ণা ফাল্গুনী
কুহক তো সবখানেই গাঁট বেঁধে আছে , ভাবনায়, জীবনে, স্বপ্নে,ভালোবাসায়। হুম দেবলীলা ব্যতিত মিলিবে না অমৃতরস। ধন্যবাদ প্রথম হবার জন্য।🌹🌹
জিসান শা ইকরাম
তোমার কবিতাও দেখি কঠিন হয়ে গেলো ছোটদি,
ছাইরাছ সাহেবের ছায়া লাগেনি তো! 🙂
অমৃতরস পাওয়া খুবই কঠিন।
কবিতা অনেক ভালো হয়েছে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
তাতো একটু লাগছেই। সাথে তৌহিদ ভাই, অর্ণব ভাই এদের টা ও আছে। এদের কঠিন কবিতার ভক্ত আমি। পাওয়া কঠিন বলেই তো অধরা-ই রয়ে গেল অমৃতরস। ধন্যবাদ দাদা ভাই। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই
কামাল উদ্দিন
আপনারা এতো চমৎকার কবিতা কিভাবে লেখেন আমি ভেবে পাইনা আপু। এর কুল কিনারা তল সব কিছুই থেকে যায় নাগালের বাইরে…….শুভ কামনা সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
কি-যে বলেন। আপনার মন্তব্যে ধন্য হয়ে গেলাম। সবই আপনাদের আশীর্বাদ ও আন্তরিকতার ফল। শুভ কামনা রইলো আপনার জন্য ও
কামাল উদ্দিন
আপার জন্যও ইল অনেক অনেক শুভ কামনা আপু
কামাল উদ্দিন
ইলরইলসুপর্ণা ফাল্গুনী
বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া
ফয়জুল মহী
অপরূপ ভাবনা ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ সকাল
প্রদীপ চক্রবর্তী
অবগাহনে সতত প্রেমের সরোবরে-
অলীক কল্পনায় ন্যুজ্ব তনু-মন;
বিরস-বদনে বিরহী কুহক ছুঁয়ে যায়-
জাগ্রত দিক উত্তরাশা।
অসাধারণ শব্দচয়ন।
একরাশ মুগ্ধতা রেখে গেলাম দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। মন্তব্যে খুব ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ইঞ্জা
ক্ষণিকের তরে নীহার-স্নাত ঊষা-লগনে মিহিরের পরশে ;
বাষ্পায়িত হয়ে নীলিমার আবক্ষে সঁপে দিলে।
বীজ থেকে অঙ্কুরিত অপত্য অলিন্দে, অলিন্দে যাযাবর-সম ;
চক্রাকারে ঘূর্ণিত প্রণেতার অন্বেষণে।
আপনিও দেখছি আমাদের কুবিরাজের খেলাফত পেলেন, এতো কঠিন শব্দের মারপ্যাঁচ আমাকে দিয়ে হয়না আপু।
সুপর্ণা ফাল্গুনী
কুবিরাজের ছোঁয়া লেগেছে 🤭🤭🤭🤭। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমার জন্য পাথেয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো
ইঞ্জা
শুভেচ্ছা অনিমেষ আপু
সুপায়ন বড়ুয়া
“আমৃত্যু সেঁচে প্রেম-সুধা;
ক্ষয়িষ্ণু দেহটাকে র্দৌবল্য সাধনে-
অলৌকিকতার শরণে ।
অধরা-ই রয়ে গেলো কাঙ্খিত অমৃতরস।”
দিদি ,এতো কঠিন ভাষায়
কতো সুন্দর করে কবিতাখানি
লিখলেন। ভাল লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। আমি সত্যিই আবেগাপ্লুত হয়ে গেলাম। আমাকে আশীর্বাদ করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
ভালোবাসার বীজমন্ত্র কর্ণ গহ্বরে ঢুকিয়ে দিয়ে
উত্তাল চঞ্চল অশান্ত করে চিত্ত যদি কহুক লাপাত্তা হয় হবে অমৃতরস অধরাই থাকে বৈকি!!
চমৎকার শব্দ চয়ন
দারুণ লিখেছেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালোবাসা রইলো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা 🌹🌹
তৌহিদ
আহারে অমৃতরস যদি পেতাম। দেবলীলা দেখতে এবার দেবলোকে গমন করতেই হবে দেখছি।
ভালো লিখেছেন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
আহা আপনার ও লাগবে অমৃতরস, ভাবী জানে ? ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা
হালিম নজরুল
দাঁত কিন্তু প্রায় ভেঙে যাচ্ছিল দিদি। হা হা হা
ভাল লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
আপনার আবার দাঁত ভাঙবে!! ভাইয়া লজ্জা দিয়েন না। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল