অণুকাব্য

বন্যা লিপি ১ জুন ২০২০, সোমবার, ০৬:৩৭:২৬অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

১:

আহুতির মতো জ্বলছে নিরবধি
জ্বলে জ্বলে অবশিষ্টতার ছাই উড়ছে অদৃশ্য হাওয়ার ভাঁজে।
বেনামী অসংখ্য প্রশ্নের চিতায়
সুগন্ধি রেখে কেটে যাচ্ছে
নির্বোধ বোধের আহুতি!
সজনেপাতায় ঘর বাঁধা মুনিয়া
পালক হারানো দুঃখ নিয়েছে
কিনে। হারানো বিজ্ঞপ্তির নোটিশ
টানানো ভুলেই বসে আছে
অভিশাপের তাড়নায়।

২:

কথারা খুঁজে চলে হাওরের বিলে বৈঠার মাঝি। শাপলা ফোটা জলজজীবনে খেলছে রঙিন মাছেদের নির্ঘুম সাঁতার।
অহমী রাগে বেহাগ বাজে কেবল
রাত্রিচিড়ে এপার ওপার।
তিন প্রহরের শেষের পথে
নিথর পাপড়ির ডগায় নাচে
লোনা স্বাদের জলনৃত্য!

৩:

জলাঞ্জলির গিতীকাব্যে নির্দোষ কাগজের বদনাম। শেষের পঙ্তি হয়না শেষ; তবু শুরু বলেও রয়না বাকি কিছুই। মাঝপথ বলেও থাকেনি কোনো পথ।
গোলকধাঁধার চরণগুলি কেবলই
অনর্থক বোঝা বাড়ায় শাদা পৃষ্ঠায়।
ওজন বাড়ে দাঁড়িপাল্লা আর বাটখারা’র। আক্ষরিক শব্দের ইটপাথর গেঁথে দেয় দুর্বোধ্য দুর্ভেদ্য দেয়াল! হাতুড়ি শাবল উধাও ভাঙতে শব্দের বোধ।
আহুতি…… সময়ের চিঠি লেখা হয়না সময়ে। সময় ঝরে যায় মরা পাতাদের দলে……

বন্যা
১:৬:২০২০

১১৫০জন ১০০৮জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ