অঞ্জলী

হালিম নজরুল ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ০৮:৩৭:৪৩অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

 

আজ তুমি কোন সূদুর প্রবাসে হারিয়ে বাংলা মাটি,
রত্নটি খুঁজে অপার অধীর,কোথা সে সোনার খাঁটি।
শীতল পরশে উষ্ণতা খোঁজে,উষ্ণ সাগরে শীত,
মন্দিরে খেলে এগোজ গ্রহন,এপোসথেটার মিথ।
নি:শ্ব করে কি ব্লাকব্রথে মেতে গুণে যাও দিনরাত!
কার বুকে করো আরতি প্রপাত,আমি হই কুপোকাত।
রঙধনু নিয়ে মাতম, নাকি রঙহারা প্রজাপতি?
চড়া দামে কেনা অর্ঘ্য আমার কত পথে হবে যতি?
বিহনে তোমার এই পথঘাট রঙহারা বারোমাস,
তাই খুঁজে ফিরি প্রতিমা তোমার,সুখদুখ’ করি চাষ।

————————0 0———————–

***(ছবি:- জিসান শা ইকরাম ভাই থেকে ধার করা)***

১০৩৫জন ৯২৮জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ