
তুমি অপেক্ষার ডালা সাজিয়ে রেখো বাসন্তী ফুলের পসরায়,
চৈত্রের খরতপ্ত বিকেল গড়িয়ে-
আমি আসবো বৈশাখের প্রথম বৃষ্টির ফোঁটা হয়ে
তোমার তৃষিত নয়নে, অধরে শিরা উপশিরায়।
বিরহী জীবনের প্রতিটি মুহূর্ত তুমি লিখে রেখো-
মহাকালের বর্ণীল ডায়েরীতে,
আমি মহাশূণ্যের দ্বিতীয় অধ্যায় পেরিয়ে এসে
পড়ে নেবো সেই তৃষাতুর নিঃসঙ্গ প্রেমোপাখ্যান।
প্রজাপতির ডানায় চিঠি লিখে পাঠিয়ে ছিলাম-
তোমার শহরে, বিষাক্ত মৌমাছি হুল ফুটিয়ে –
তাড়িয়ে দিয়েছে আমার চিঠি সমেত,
আর কোন বাহন ছিলোনা বলে আমি বড্ড নিরুপায়।
তোমার আমৃত্যু অপেক্ষার প্রহর দীর্ঘায়িত হোক
এ আমি না চাইলেও অপেক্ষার যবনিকা টানতে পারিনা,
মহা সময়ের পরতে পরতে আমার সহস্র বাঁধা
তবুও একদিন ঠিকই ঝরে পড়বো তোমার তৃষ্ণার্ত আঙ্গিনায়
এ আমার নিয়ত অঙ্গীকার।।
৯টি মন্তব্য
শামীম চৌধুরী
শেষ পর্যন্ত ভালবাসার চিঠিতেও হুল ফুটালো। বাহ। চমৎকার কবিতা।
ত্রিস্তান
হা হা হা 😀 অসংখ্য ধন্যবাদ দাদাভাই। ভালো থাকবেন সবসময় 😍
সাবিনা ইয়াসমিন
এমন আশ্বাস- অঙ্গীকার নামা হাতে পাওয়ার পর প্রিয়ার অপেক্ষার তৃষ্ণা আরও মধুর হয়ে উঠবে।
আর কিছু বলতে পারলাম না,
অনেক সময় ভালো লাগা বুঝিয়ে লিখতে গেলে শব্দের আকাল পড়ে যায় 🙂
নিয়মিত হন, আরও অনেক অনেক লিখুন ,
ভালো থাকুন।
শুভ কামনা আগামীদিনের 🌹🌹
ফয়জুল মহী
সৃজনশীল লেখা ,সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
সুপর্ণা ফাল্গুনী
কি সুন্দর অঙ্গীকার নামা দিলেন। এমন করে ভাবতে ক’জনাই বা পারে। আপনার লেখার একজন ভক্ত আমি। কিন্তু আপনি এখন অনিয়মিত। নিয়মিত হোন। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল
সুপায়ন বড়ুয়া
সকল বাঁধা ডিঙিয়ে অঙ্গীকার নামা
পুরনে সকল চেষ্টা অব্যাহত থাকুক
শুভ কামনা।
রেহানা বীথি
অঙ্গীকার বাস্তবায়িত হোক।
খুব সুন্দর লিখলেন।
সঞ্জয় মালাকার
খুব সুন্দর লিখলেন।
ভালো থাকবেন শুভ কামনা।
হালিম নজরুল
প্রজাপতির ডানায় চিঠি লিখে পাঠিয়ে ছিলাম-
তোমার শহরে, বিষাক্ত মৌমাছি হুল ফুটিয়ে –
তাড়িয়ে দিয়েছে আমার চিঠি সমেত,
আর কোন বাহন ছিলোনা বলে আমি বড্ড নিরুপায়।
———–চমৎকার কথামালা