অগোছালো ভাবনা

অনন্য অর্ণব ১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ১২:৩২:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

তুমি হাসলে তোমার সাথে সাথে হেসে উঠে –

পুরো পৃথিবী, প্রকৃতির এইতো নিয়ম।

তুমি কান্না করো না কভু –

কারণ কান্নায় তুমি একা, খুব একা প্রিয় 

কেউ নেই তোমার কান্নার সঙ্গী হবে,

মন চাইলে আমায় ডেকে নিও ।

কান্নায় তুমি, ভীষণ রকম একা।

ফটো : Afreen

৯২৩জন ৭৯৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ