উদ্বাস্তু হতে হতে উদ্বাহু হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে ঘুমকে জড়িয়ে ধরে
টের পায়নি, প্রাণান্তকর চেষ্টায় স্বপ্ন-বান ছুড়েছে, একটুখানি কবিতা ছোঁবে বলে;
পারেনি; অফুরন্ত-নক্ষত্র-রাত নিবিড় অন্ধকারে গো ধরে বসে আছে;
বছরের হাজার দূরত্বে উষ্ণতা নিয়ে কবিতা ঘুমিয়ে পড়েছে;
নগ্ন প্রত্যুষের অপেক্ষায়।

মিছিলে-ছিজিলে দল বেঁধে কবিতারা ঘুরে বেড়ায়
আনন্দ ফুলঝুরি ছড়িয়ে, কান্না কলঙ্কিত মুখ লুকিয়ে,
বাসন্তী হাওয়া কবেই পালিয়েছে কাঠকয়লার মাতাল-ঘ্রাণে;

দূর ও নিকট অতীত লুকিয়ে হলেও
কবিতাকে লেখা-খাতা হাতে আসতেই হবে,
আসতেই হবে প্রজাপতি-বন্যায় মন্ত্রমুগ্ধ-কবিতা-অরণ্যে,
অবিরাম-পুলক-চঞ্চলতায়;

আনন্দ-উন্মাদ অক্লান্ত-অশ্বারোহী ঐ যে দাঁড়িয়ে
শব্দ-পিরামিড এবার সে গড়বেই।

৮৮০জন ৮৮০জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ