উদ্বাস্তু হতে হতে উদ্বাহু হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে ঘুমকে জড়িয়ে ধরে
টের পায়নি, প্রাণান্তকর চেষ্টায় স্বপ্ন-বান ছুড়েছে, একটুখানি কবিতা ছোঁবে বলে;
পারেনি; অফুরন্ত-নক্ষত্র-রাত নিবিড় অন্ধকারে গো ধরে বসে আছে;
বছরের হাজার দূরত্বে উষ্ণতা নিয়ে কবিতা ঘুমিয়ে পড়েছে;
নগ্ন প্রত্যুষের অপেক্ষায়।
মিছিলে-ছিজিলে দল বেঁধে কবিতারা ঘুরে বেড়ায়
আনন্দ ফুলঝুরি ছড়িয়ে, কান্না কলঙ্কিত মুখ লুকিয়ে,
বাসন্তী হাওয়া কবেই পালিয়েছে কাঠকয়লার মাতাল-ঘ্রাণে;
দূর ও নিকট অতীত লুকিয়ে হলেও
কবিতাকে লেখা-খাতা হাতে আসতেই হবে,
আসতেই হবে প্রজাপতি-বন্যায় মন্ত্রমুগ্ধ-কবিতা-অরণ্যে,
অবিরাম-পুলক-চঞ্চলতায়;
আনন্দ-উন্মাদ অক্লান্ত-অশ্বারোহী ঐ যে দাঁড়িয়ে
শব্দ-পিরামিড এবার সে গড়বেই।
২২টি মন্তব্য
প্রহেলিকা
তাইতো বলি কবিতাকে খুজে পাওয়া যায় না কেন! চাইলেই কি আর সবকিছু খুজে পাওয়া যায়!!! তবে কেউ কেউ যে পায় তা দেখালেন আপনি।
হুটহাট লেখা নামানোতে সিদ্ধহস্ত তা আগেই জেনেছি। ল্যাহকদের কি যে সুবিধা তা দেখতেই পাচ্ছি।
ছাইরাছ হেলাল
আমিও তাই ভাবি,কবিতা কৈ যায়,কোথায় থাকে,কেন খুঁজে পাওয়া যায় না!!
কেউ কেউ হুটহাট লিখতে পারে তা দেখতে পাচ্ছি!!
কেন যে কবি হইতারলাম না কে জানে!!
প্রহেলিকা
কিসে আর কিসের, তামায় আর সীসে!
ছাইরাছ হেলাল
সহি হয় নি।
নীলাঞ্জনা নীলা
একটি নিখোঁজ সংবাদ : কবিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার গায়ের বর্ণ কালো
“কালো? তা সে যতোই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ চোখ!”
উচ্চতা বিশাল আকাশের মতো,
“আছ আকাশ-পানে তুলে মাথা
কোলে আধেকখানি মালা গাঁথা।”
অভিমানী মুখ, যেনো স্ফটিকস্বচ্ছ্ব জলে ভেসে থাকা পদ্মফুল।
—“শিশির কণার মতন শূন্যে ঘুরে
শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে…’
আর পারমু না। ^:^
ছাইরাছ হেলাল
কেউ কেউ খুঁজে না পেলেও কবিতা কারো কারো আচলে লুকিয়ে চুড়িয়ে
থাকে বলেও অন্যান্য দিকে আকাল লেগে যায়!!
এই,এই,এত্ত এত্ত কঠিন কঠিন কথা ল্যাহেন ক্যান!!
পারিব না,একথাটি বলিও না,এসব পড়েন-নি!!
নীলাঞ্জনা নীলা
মেমোরি স্টিকটা কোথায় জানি রেখেছি, খুঁজেই পাচ্ছিনা। পারিব না, একথাটি বলিও না, কী জানি! ;?
ছাইরাছ হেলাল
আপনি- ই না পারিলে আমরা কোথায় যাই!!
মাহমুদ আল মেহেদী
আপনি যাই খুঁজেন আমরা খুঁজে পাই আপনাকে আমাদের মত করে।
ছাইরাছ হেলাল
সে আমার পরম সৌভাগ্য, সহজেই খুঁজে পাচ্ছেন।
মায়াবতী
কবিতা কে হারিয়ে ফেলে ও কবিতা লেখা যায়, সে টা ই দেখছি!
ছাইরাছ হেলাল
কবি মন হলেই এ সব দেখা যায়!!
তবে কবিতা কৈ পাচ্ছে আল্লাহ মালুম।
জিসান শা ইকরাম
শব্দ পিরামিড কেমুন দ্যাহায়? দেহাইয়েন্তো। শিরোনামই তো একটা ল্যাহা ভাইসাব।
ছাইরাছ হেলাল
পিরামিড আপনার কাছে পিঠেই আছে,
সামান্য কষ্ট করলেই পেয়ে যাবেন।
শিরোনাম অবশ্যই একটি লেখা।
মোঃ মজিবর রহমান
শব্দের যে হলি খেলা খেলছেন কবিতারা আপনার কাছে আসবেই ——–মিছিলে-ছিজিলে দল বেঁধে কবিতারা আপনার উঠানে, আপনার অন্তরে বুনবে কত শত ।
চাইলেই কি আর পাওয়া যায়, আপনার শব্দেরা খেলুজ আপনার খোলা বারান্দায় আপনার ইচ্ছে মত।
ছাইরাছ হেলাল
আপনার মুখে ফুল আর চন্দন পড়ুক।
মোঃ মজিবর রহমান
আপনার কবিতারা এলেই আমরা ভাল থাকব কবি সাহেব।
শব্দ আসবে মালা গাথবে,
হৃদয়ে আনন্দের বন্যা বিবে,
মনে ঝড় উঠবে কবিতা পড়ে
মনের আনন্দ কবিতা পড়ব।
ছাইরাছ হেলাল
আমার জন্য খাছ ভাবে দোয়া চালু রাখবেন।
মনে থাকে যেন।
সাবিনা ইয়াসমিন
আসুক আসুক,,তাকে মনে প্রানেই বরণ করতে চাই,, কত শখ ছিলো পিরামিড দেখার ,,এবার বুঝি সু-দিন চলেই এলো \|/
ছাইরাছ হেলাল
যাক সুদিনের দেখা পেলেন অন্তত!!
আমাদের সামান্য কিছু দিয়েন সে সব দিনে, সে সব দিন থেকে।
পিরামিডে চাপা-চুপা না পরলেই বাঁচি!!
সাবিনা ইয়াসমিন
পিরামিড দেখছিতো আপনারই দয়ায়, এখন আবার চাপা দিয়ে মেরে ফেলতে চাইছেন মহারাজ !! খুব বেশি দেখে ফেল্লাম নাকি ??
ছাইরাছ হেলাল
ছি ছি!! খুনের যায় দিয়ে চাচ্ছেন!
আপনি না কবি (হবেন), এভাবে এমন করে বলতে নেই।
পিরামিড/ফিরামিড বলে কিচ্ছু নেই!! সব আজগুবি কিচ্ছা/কাহিনী!!