অকাল প্রয়াত বরিশাল আওয়ামী লীগ
নেতা শওকত হোসেন হিরণ এর সকল
স্মৃতি নাকি মুছে ফেলা হচ্ছে।
কথা উঠেছে, নিজগৃহ থেকেই এই
নেতার
স্মৃতিগুলো বিক্রি কিংবা অন্যত্র
সরিয়ে রাখা হয়। হিরণের মৃত্যুর পর
কেন-ই বা তাঁর স্মৃতিচিহ্ন
রাখা নিয়ে অবহেলা সেসব শুধুই
রহস্যের বেড়াজালে বন্দী। অকাল
প্রয়াত নেতা হিরণ’র ব্যবহ্নত স্বাধের
গাড়ি আর ব্যায়াম করার যন্ত্র নিয়েও
প্রশ্ন উঠেছে। সেসব এখন কোথায় ?
এখানকার আ’লীগের প্রিয় নেতার
স্মৃতি রাখা না রাখার
বিষয়ে কি এমন রহস্য লুকায়িত! এমনও
তো হতে পারে হিরণের
স্মৃতিগুলো দেখে হ্নদয়ে বার বার
রক্তক্ষরন ঘটে শোকে কাতর পতœী সদর
আসনের সাংসদ
জেবুন্নেছা আফরোজের । এজন্য
হয়তবা রাগে ক্ষোভে অভিমানে স্মৃতিময়
দৃশ্য আড়ালে থাকাটাই শ্রেয়
মনে করছে শোকাতুর পরিবার।
এরবাইরে অন্য রহস্য চেপে বসলেও
হতবাক হওয়ার কিছুই নেই। কারণ…।
যদিও এ বিষয়গুলোর
সত্যতা পুরোপুরি নিশ্চিত
হওয়া যায়নি। তবে বরিশালের
বাতাশ আর অনুসন্ধানি চোখে এহেন
কা-ের খবর প্রতীয়মান। আগামীর
দিনগুলোতে এসব বিষয় স্পষ্ট
হওয়ার……………………প্রত্যাশায়……

৬৭২জন ৬৭২জন
0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ