একদিকে বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ সভাপতি হারিচুর রহমান হারিচ। আরেকদিকে একই উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এই দু’জনের দ্বন্দ্বে নানা ঘটন অঘটনের জন্ম দিয়েছে। সংঘর্ষ ,গুলিবর্ষনের ঘটনা ঘটে। যেন সর্বশক্তি প্রয়োগে একে অপরের বিরুদ্ধচারনে মাঠে বিরাজমান। বরিশাল নগরীসহ জেলার বিভিন্নস্থানে মেয়র হারিচকে ‘কুখ্যাত এরশাদ শিকদার’ আখ্যা দিয়ে ফাঁসির দাবি [ বিস্তারিত ]