দোস্ত জিপিতো ৭ টাকায় একজিবি দিতাসে হুনছস? এইনে এক্টিভেশন কোড। বাসায় থাইক্যা আর কি করবি? ভাবির লগে বইস্যা রোমান্টিক মুভি দ্যাখ।
গতকাল সন্ধ্যা ৬ টায় বন্ধুর এমন মেসেজে চমৎকৃত হয়ে জিপি’র ১ জিবির প্যাকেজ কিনেছিলাম। গদগদ হয়ে বৌকে বলেওছিলাম – চল আজ বেদের মেয়ে জোসনা আর রঙের বাইদানী মুভি দুইটা দেখি।
সিনেমার নাম শুনেই সে মুখ ঘোমটা করে বলেছিল, দরকার নাই। তারচেয়ে চলো মীনা কার্টুন দেখি। শিক্ষণীয় অনেক কিছুই আছে।
আমি বললাম- এই শোনো! বন্ধু আমার মাত্র ৭ টাকায় এক জিবি’র অফারটি ফাঁস করে দিয়েছে আমাদের রোমান্টিক সিনেমা দেখার জন্য, কার্টুন দেখতে নয়। তারচেয়ে একসময়ের জনপ্রিয় বাংলা এই মুভিগুলি দেখে আজকের দিন স্মরণীয় করে রাখি চলো।
এমন রোমান্টিক কথাবার্তায় সে কিছুটা নরমস্বরে বললো- আচ্ছা তাহলে সন্ধ্যায়,ওকে?
ওকে ওকে ☺
এখন ইউটিউব দেখতে গিয়ে দেখি কাজ করছেনা, অর্থাৎ নেট নেই। মেজাজ খারাপ হয়ে গেলো। ব্যালেন্স চেক করে দেখি এমবি আছে মেয়াদ শেষ!!
আমার রোমান্টিক সময়ের তেরোটা বাজানোর জন্য গালিগালাজ করে জিপির চৌদ্দগুষ্ঠি উদ্ধার করার পরে বন্ধুকে ফোন দিলাম। সে বলছে- ইয়ে মানে দোস্ত, আসলে প্যাকেজের মেয়াদ ২৪ ঘন্টা এইডা কইতে ভুইল্যা গেসিলাম!!
হারামী শোন- তুই যে কয়দিন ছুটি পাইছিস ঢাকাতেই থাক, খবরদার রংপুরে আসবিনা। যদি দেখি এসেছিস, কসম খোদার করোনা সংক্রমণের দায়ে তোকে পিটিয়ে ঘরবন্দি করবো। সেইসময় আমার ৭ টাকা আর রোমান্টিক সময় বরবাদের জন্য চুত্রা পাতার ডাল পাব্লিকের হাতে আমি নিজে ধরায় দেব মনে রাখিস।
ব্যাটা খাটাস!! তুই না, জিপিরে কইলাম।
২৮টি মন্তব্য
নাজমুল হুদা
সাইনবোর্ডের সফলতা ফাঁস হতে চলছে। সবাই সিরিয়াল মেইনটেইন করুন। প্রতারিত হবার চান্স খুবই কম।😆
আমি উনার কম্পাউন্ডার বলছি।
তৌহিদ
হ্যালো কম্পাউন্ডার সাহেব, রোগী কি ফোনটোন দিচ্ছে না কি? টাকার বড্ড আকাল যাচ্ছে। এ মাসের বেতন কিন্তু আপনার হবে না কইলাম।
নাজমুল হুদা
হা হা হা।
ব্যবসা বাণিজ্য দিয়া কিতা আর অইবো মানুষ সবতা মইরা যাইতাছে। বেতন লাগতো না আর কোনোদিন।
ছাইরাছ হেলাল
আহারে বাইদানি! তুই কোই গেলি!
চিলের কাছে কান, হও সবাই আগুয়ান।
তৌহিদ
ভাইরে নেট নিয়ে খুব জ্বালায় আছি। কোম্পানিগুলো চুটিয়ে ব্যবসা করছে। ফ্রি দিলেইতো পারে কিছুটা।
মাহবুবুল আলম
তৌহিদ ভাই! ভাল একটি বিষয় তুলে ধরেছেন। গণছুটি ও লকডাউর সুযোগে মোবাইল ও ইন্টারনেট
কোম্পানিগুলি ডাটা বিক্রি করে লালে লাল হয়ে যাচ্ছে।
আর ফতুর হচ্ছে মানুষ। সবচেয়ে বড় প্রতারক হলো জিপি!!
ভাই শুভেচ্ছা রইলো !
তৌহিদ
ভাই এরা চুষে খাচ্ছে আমাদের। নীতিনির্ধারকরা চুপ কেন সেটাই জানিনা। ভালো থাকবেন।
ফয়জুল মহী
দারুণ লেখা ,বেশ । ভালো থাকুন।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন ভাই।
জিসান শা ইকরাম
আহারে, রোমান্টিক মুড সব পানিতে ভাসিয়ে দিলো ২৪ ঘন্টার মেয়াদ।
জিপিও খারাপ, আপনার বন্ধুও খারাপ,
মজা পেলাম পোষ্ট পড়ে।
লেখা চলমান থাকুক।
শুভ কামনা।
তৌহিদ
ঘটনা আরো আছে, নেট বিরম্বনায় শালাশালীদের কাছে প্রেস্টিজ পাংচার হয়ে আছে আমার। কি লজ্জা!!
সুপর্ণা ফাল্গুনী
আহারে বেদের মেয়ে জোছনা, রঙের বাইদানী। ভাবীর কথা শুনে মীনা কার্টুন দেখলেও টাকাটা নষ্ট হতো না। আপনারা কেন যে বৌদের কথা শুনেন না বুঝিনা। বৌদের কথা বাসি হলে ফলে। ধন্যবাদ আপনাকে। মজা দিলেন বলে
তৌহিদ
বৌদের কথা শুনতে হয়। আজ অবশ্য মীনা কার্টুন দেখেছি দিদিভাই।
সুপায়ন বড়ুয়া
ভালই মজা পাইলাম রে ভাইজান
হাসার জন্য হলে ঠিক আছে
না হলে দুই বন্ধুরেই সমস্যা।
কেউ মেয়াদ জানতে চাইল না বা জানাল না।
GP বাটপারতো আছেই ৭ জিবি/ ২৪ ঘন্টা হা হা
শুভ কামনা।
তৌহিদ
আমি বা সে কি আর জানতাম মেয়াদ মাত্র ১ দিন? মোবাইল কোম্পানিগুলো লুটোপুটে খাচ্ছে আমাদের দাদা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা
বেচারা তৌহিদ ভাইয়া
দারুণ কাটছে হোম কোয়ারেন্টাইন সময়।
ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
হ্যা আপু, ভালোই কাটছে সময়। আপনারাও ভালো থাকবেন।
ইসিয়াক
বেশ মজা লাড়লো আপনার কোয়ান্টোইন টাইম।
শুভকামনা
তৌহিদ
ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
রসাত্মক!
মজা পেলাম পড়ে দাদা।
চলুক চলমান লেখা…
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।
কামাল উদ্দিন
চুত্রা পাতায় ব্যপক ভাইটামিন। জিপিরে এটা দিতে পারলে মন্দ হতো না।
তৌহিদ
ভাই মনের কথা কইলেন। পিছে তাগো ট্রস ট্রস করে মাত্তে হপ্পে।
হালিম নজরুল
ডাটাবিক্রেতাদের পোয়াবারো।
তৌহিদ
অথচ দেখার কেউ নাই ভাইন
তৌহিদ
ভাইজান।
আরজু মুক্তা
এমনিতেই যে বেড়ানি দেন।
এখন বসে বসে প্রেম করেন।।সুযোগ আর আসবেনা।
তৌহিদ
বন্দি জীবন আমার ভালোলাগেনা। তাই সুযোগ পেলেই ফুড়ুৎ হয়ে যাই ☺