
হেমন্তের শেষে নবান্নের ঘ্রাণ
হিম শীতল হিজলে প্রাণ
শাখে সবুজ পাতা, কাননে কুঁড়ি
আগমনী শীতের বারতা, কাতর বুড়ি
সোনা ঝরা রোদে শিশির মাখা
হেমন্তের বিকেলে আলপনা আঁকা
প্রেয়সীর চুলে সুগন্ধি বেণী
সর্ষে ফুলে প্রকৃতি যেন ঋনি
হাস্নার সুবাসে, মাধুরী আসে নেমে
কবি প্রেম, অনন্তকাল এখানে আছে থেমে
বিরহ গাঁথা, কত কথা বুকে জমা
হেমন্ত যায়, হেমন্ত আসে, আসে না প্রিয়তমা
তার লাগিয়ে কাঁদে প্রাণ, বাঁধে স্বপ্ন বুকে
হেমন্ত এলে, প্রকৃতি জাগে বৈরী অসুখে ।
রচনা কাল ঃ ১২/১১/২০২০
ঢাকা
১০টি মন্তব্য
আরজু মুক্তা
বসন্তে আসবে মনে হয়।
কামরুল ইসলাম
তা তো আসবেই,
প্রকৃতির বদল
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো ভাইয়া।
কবিতা ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
প্রিয়তমা এসে গেলে আমরা এমন কবিতা পাবো কই!
হেমন্তের আসা-যাওয়া চালু থাকুক কবির সাধনায়।
কামরুল ইসলাম
আরো ভাল কিছুও তো পেতে পারেন,
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
ঋতুর পালাবদলে সময়ের হাত ধরে অপেক্ষায় থাকি তবুও সে আসে না, কাছে ডাকে না। খুব ভালো লাগলো কবিতা। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা আপু
জিসান শা ইকরাম
প্রিয়তমা আসবে আসবে,
প্রিয়তমা আসার পরের কবিতা দিতে ভুলবেন না আবার।
হেমন্তের কবিতা ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা ভাই