হেমন্ত এলো,
ঝক্ঝকে আকাশে জ্বলজ্বলে তারার মেলায় চাঁদ হলো তার অতিথি,
হাওয়ায় উড়িয়েছে একমুঠো জ্বোনাকি।
শিউলিতলায় ফুলেদের আসরে আজ মৃদু হিল্লোল,
কার্তিক-বরণ করবে সবাই নিজেদের উজাড় করে।
জোছনার আতিশয্যে ঐশ্বর্যময়ী নদী
বয়ে চলে শান্ত নিবিড়তায়,
নদীর ঘ্রাণে আকুল পথিক স্তব্ধ ;
শান্ত নদীর হিমেল হাওয়ায় অশান্ত বাসনারা আঁকিবুঁকি আঁকে,
জোছনা মাখা দৃষ্টির আঘাতে ভেঙেছে নদীর অটুট অহংকার,
অস্থির ঢেউগুলো আজ বড্ডো লাজুক ;
নদী বয়ে চলে তিরতিরে হাওয়ায়,
তীরে না ফেরার বাহানায়…
* অ-কবিতা
* ছবি-আমার 🙂
৩৮টি মন্তব্য
নৃ মাসুদ রানা
লেখাটি বেশ আত্নীয় হয়ে গেলো।
সাবিনা ইয়াসমিন
শুনে ভালো লাগলো।
হেমন্তের শুভেচ্ছা 🌹🌹
তৌহিদ
হেমন্ত নিয়ে লিখেই ফেললেন তাহলে? বাহ বেশ হয়েছে কবিতা আপু।
হেমন্তের বাতাসে শিরশিরে অনুভূত হয়, এটা আমার কাছে অনেক ভালোলাগার বিষয়। না শীত না গরম। ফুলের গাছ নিজেদের তৈরী করে আসন্ন ঋতুতে ফুল দেবে বলে। নদীর পাড়ের হিমেল হাওয়ায় প্রাণ জুড়িয়ে যায়।
লেখা ভালো লেগেছে আপু।
সাবিনা ইয়াসমিন
আপনার হেমন্ত বিলাস জানতে চাই আপনার লেখায়। একঝাক কবিতা লিখে ফেলুন তৌহিদ ভাই, পড়ার জন্যে আমরা পাঠক হাজির থাকবো এখানেই 🙂
হেমন্তের শুভেচ্ছা 🌹🌹
তৌহিদ
আজ বিরহি হেমন্তকে চিঠি দিয়েছি। হেমন্ত বন্দনা নিয়ে পড়ে আসবো আপু।
জিসান শা ইকরাম
হেমন্ত বরন ভালো হয়েছে,
নদীর ঘ্রানে আকুল পথিকের স্তব্দতা কেটে যাক,
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ।
হেমন্তের শুভেচ্ছা আপনাকে 🌹🌹
নিতাই বাবু
হেমন্তের শুভেচ্ছা জানবেন দিদি।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ও শুভ কামনা রইলো দাদা।
হেমন্তের শুভেচ্ছা 🌹🌹
বন্যা লিপি
অ-কবিতার প্রেমে পড়ে গেলাম। আরো পড়লাম তোমার তোলা ছবির। শরত হেমন্ত এমনই দুটি মাস, এসময়ে এমনিতেই প্রকৃতির প্রেমে পড়ে যাই।তোমার বর্ণনায় সরেজমিন দেখে এলাম নদীর অববাহিকা। আহা কি দারুন, মায়াময় দৃশ্যায়ন।
ভালবাসা ভালবাসা❤❤
সাবিনা ইয়াসমিন
তোমার সুগন্ধ্যা নিয়ে লেখো,
হেমন্তের শুভেচ্ছা নিও 🌹🌹
Sharmin Akhter
লেখা এবং লিখিকা ,,, দুই ই অনেক সুন্দর।
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে সাদরে স্বাগতম জানাই। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য দেয়ার জন্যে। আপনিও লিখুন প্লিজ, আশা করি আমাদের দেয়া মন্তব্যও আপনার ভালো লাগবে।
ভালোবাসা ও ভালোবাসা অফুরান ❤❤
আহমেদ ফাহাদ রাকা
সুন্দর লেখা
সুন্দর ছবি
একেই বলে হেমন্তের কবি
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, আমি কবি নই রাকা। আপন মনে অ-কবিতা লিখি, আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনিও লিখুন হেমন্ত নিয়ে 🙂
শুভ কামনা 🌹🌹
আকবর হোসেন রবিন
ইশ! এমন রাতে যদি জাহাজে করে ভ্রমণ করতে পারতাম!
সাবিনা ইয়াসমিন
ভাগ্যে থাকলে অবশ্যই পারবেন।
শুভ কামনা, সাথে হেমন্তের শুভেচ্ছা 🌹🌹
সুরাইয়া পারভিন
চমৎকার লিখেছেন
হেমন্তের শুভেচ্ছা রইলো
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ 🙂
হেমন্তের শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
এমন সুন্দর কথা মালা অ-কবিতার খোলস ছেড়ে কবে কবিতার হাড্ডি মাংসে রূপ নিবে ? সব সময় অ-কবিতা বললে কবিতা ফুঁসে উঠবে প্রতিবাদে।
ছবিটি অনেক ভাবনার আর আর মানুষের ইতিবাচক ভাবনার মতো সুন্দর হয়ত আর নেই। যারে ভাবে তারাই বুঝে ভাবনা কত সুন্দর ছবিটির ক্ষেত্রে।
সাবিনা ইয়াসমিন
অনবদ্য মন্তব্যের জন্যে শুরুতেই অনেক ধন্যবাদ নাজমুল। ছবিটির যে সৌন্দর্য আমি উপলব্ধি করেছি, তা ভাষায় প্রকাশ করতে সত্যিই অক্ষম ছিলাম। 🙂
অ-কবিতায় প্রান আসে এমন মন্তব্যে।
ভালো থেকো,
শুভ কামনা নিরন্তর 🌹🌹
নাজমুল হুদা
ধন্যবাদ আপু
আমার মন্তব্যের ফলেই মন্তব্য পথ দেখে। চেষ্টা করি সবার লেখা পড়তে।
ছাইরাছ হেলাল
হেমন্ত আবাহন সুন্দর হয়েছে।
হেমন্ত এবার আপনার কাছে গ্যাট হয়ে বসে থাকবে বলেই মনে হচ্ছে।
রোজ রোজ লেখা চাই-ই।
সাবিনা ইয়াসমিন
উহু, গ্যাট-ফ্যাট হয়ে বসে থাকতে দিবো না মহারাজ। ভাবছি দৌড়ের উপর রাখবো 🙂
লেখাতো দিচ্ছি-ই
আপনিই ফাঁকি দিচ্ছেন.
মোঃ মজিবর রহমান
চাদটা গোলাকার কেন????
সাবিনা ইয়াসমিন
কি জানি! চাঁদ পূর্ণ হয়ে গেলে গোল কেন দেখায়, এটা নিয়ে এখনো ভাবিনি। একদিন সময় নিয়ে বসে বসে ভাবতে হবে। 😀😀
মোঃ মজিবর রহমান
জোছনার আতিশয্যে ঐশ্বর্যময়ী নদী
বয়ে চলে শান্ত নিবিড়তায়,
নদীর ঘ্রাণে আকুল পথিক স্তব্ধ ;
পথিক গন্ধভরা নদীর পানে চেয়ে কি আর থাকতে পারে!!!!
নদী বয়ে চলে তিরতিরে হাওয়ায়,
তীরে না ফেরার বাহানায়…
বাহানা তো থাকবেই ডর আছে না!!!!!
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, আপনার কবিতা-কমেন্ট বেশ ভালো লাগে। আপনিযে কেন লেখেন না!
হেমন্ত নিয়ে লেখা দিন মজিবর ভাই, কোনো বাহানা না দিয়ে 🙂
প্রদীপ চক্রবর্তী
নদী আমার কাছে বেশ প্রিয়।
আর নদীকে নিয়ে লেখা অকবিতা সত্যিই অসাধারণ দিদি।
শিউলিতলায় ফুলেদের আসরে আজ মৃদু হিল্লোল,
কার্তিক-বরণ করবে সবাই নিজেদের উজাড় করে।
চমৎকার শব্দচয়ন দিদি।
সাবিনা ইয়াসমিন
তোমার মতো শব্দের মালা দিয়ে লিখতে পারিনা বলেই আমি অ-কবি প্রদীপ। নদীকে আমি ধারণ করি নিজের অস্তিত্বে। নদী নিয়ে লেখায় আমার ক্লান্তি নেই 🙂
মন্তব্যের জন্যে শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
চাটিগাঁ থেকে বাহার
হেমন্তের নদী আসলেই মন কাড়া সৌন্দর্য্যে ভরপুর থাকে। শুষ্ক যৌবনা নদীর একপাশে পানি অপর পাশে উর্বরা বালির চর, তাতে দূরন্ত কিশোরদের নানারকম খেলাধুলা সত্যি এক অন্যরকম ভালো লাগার ইমেজ মনের মধ্যে কাজ করে।
আপনার লেখাটি অনেক সুন্দর হয়েছে।
সাবিনা ইয়াসমিন
নদী সব সময় সব রুপেই সুন্দর, যতক্ষণ না তাতে বাধ দিয়ে আটকে ফেলা হয়।
মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
হেমন্তের হৈমন্তি বিকেল ভালোই দোলা দিচ্ছে সোনেলায়। বানান মিস প্রিন্টিং হচ্ছে। সম্পাদনা করে নিবেন।
সাবিনা ইয়াসমিন
ভুল বানানগুলো যদি দেখিয়ে দিতেন, তাহলে কৃতজ্ঞতা সহ উপকৃত হতাম 🙂
হালিম নজরুল
হাওয়ায় উড়িয়েছে একমুঠো জ্বোনাকি।
————-ভাল লাগলো।
সাবিনা ইয়াসমিন
অজস্র ধন্যবাদ আপনাকে নজরুল ভাইয়া।
শুভ কামনা জানবেন 🌹🌹
অনন্য অর্ণব
নদী কখনোই তীরে ফেরে না, সে মোহনা হয়ে সমুদ্রের বুকে বিলীন হয়ে যায়…এটাই বাস্তবতা। মুগ্ধতা অনিমেষ 😍
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ অজস্র দিলাম 🙂
শুভ কামনা 🌹🌹