হেমন্তের নদী

সাবিনা ইয়াসমিন ১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ১০:১৭:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য

হেমন্ত এলো,
ঝক্‌ঝকে আকাশে জ্বলজ্বলে তারার মেলায় চাঁদ হলো তার অতিথি,
হাওয়ায় উড়িয়েছে একমুঠো জ্বোনাকি।

শিউলিতলায় ফুলেদের আসরে আজ মৃদু হিল্লোল,
কার্তিক-বরণ করবে সবাই নিজেদের উজাড় করে।

জোছনার আতিশয্যে ঐশ্বর্যময়ী নদী
বয়ে চলে শান্ত নিবিড়তায়,
নদীর ঘ্রাণে আকুল পথিক স্তব্ধ ;

শান্ত নদীর হিমেল হাওয়ায় অশান্ত বাসনারা আঁকিবুঁকি আঁকে,
জোছনা মাখা দৃষ্টির আঘাতে ভেঙেছে নদীর অটুট অহংকার,
অস্থির ঢেউগুলো আজ বড্ডো লাজুক ;

নদী বয়ে চলে তিরতিরে হাওয়ায়,
তীরে না ফেরার বাহানায়…

* অ-কবিতা
* ছবি-আমার 🙂

২৭২৭জন ২২৩৯জন
0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ