স্বর্গের পারিজাত বনের সোনার মৌচাক ভেঙে
আজ ঝরঝর করে সোনার মধু ঝরে ধরণীতে,
স্বর্ণ-রৌদ্র-মন্ডিত প্রকৃতির মত তুমিও-
জীবনে আলোর পদ্মতলে আসীন আসনে।
লীলাময়ের আবির্ভাবে তুমি,
নয়নভোলানো রুপে প্রাণমাতানো স্পর্শে তুমি।
অত্যাজ্য হৃদয়বৃত্তির রুপান্তরে তুমি,
দ্বন্দ্ব কাটিয়ে এসেছ আলোকবর্তিকা হয়ে।
জেনে রেখো আমি আছি
জোনাকির মায়াবী আলো হয়ে;
হেমন্ত শিহরণ পল্লবে মধুমাল্য হাতে নিয়ে-
নির্জন বনমাঝে শিউলিতলায় দাঁড়ায়ে।
৪৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
শুভ জন্মদিন প্রিয় ব্লগার তৌহিদ ভাইয়াকে। জন্মদিন উপলক্ষে ভাবীর লেখা পড়তে পারলাম। চমৎকার শুভেচ্ছা কবিতা। দুজনের জন্যই ভালোবাসা অফুরন্ত। বিজয়া দশমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শবনম মোস্তারী
ধন্যবাদ দিদি।
আপনাকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা দিদি।
তৌহিদ
ধন্যবাদ দিদিভাই। দশমীর শুভেচ্ছা আপনাকেও। ভালো থাকুন সুস্থ থাকুন এটাই প্রার্থনা।
জিসান শা ইকরাম
আপাতত জন্মদিনের শুভেচ্ছা জানালাম, বিস্তারিত মন্তব্য নিয়ে আসছি রাতে।
এমন সুন্দর একটি জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা
তৌহিদ
ধন্যবাদ ভাই, শুভকামনা আপনার জন্যেও।
নাজমুল হুদা
শুভ জন্মদিন ভাইয়া 😍
“জেনে রেখো আমি আছি
জোনাকির মায়াবী আলো হয়ে;
হেমন্ত শিহরণ পল্লবে মধুমাল্য হাতে নিয়ে-
নির্জন বনমাঝে শিউলিতলায় দাঁড়ায়ে।” – এভাবেই যুগ যুগ বেঁচে থাকুন। আপু সুন্দর হয়েছে শুভেচ্ছাবার্তা।
শবনম মোস্তারী
ধন্যবাদ ভাইয়া
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থেকো সবসময়।
রোকসানা খন্দকার রুকু
জন্মদিনের শুভেচ্ছা রইল ভাইয়া॥
সবসময় ভালো থাকুন হাসিখুশি থাকুন এই কামনা।
আর কবিতা ও অনেক সুন্দর। ভালোলাগা অবিরাম॥
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু
তৌহিদ
ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
সুপায়ন বড়ুয়া
জেনে রেখো ভাইজান
ভাবী আছে পাশে
জোনাকির মায়াবী আলো হয়ে;
এত সুন্দর শুভেচ্ছা কামনার পরে আর কি জানার আছে।
তবু বলতে হয়
“ শুভ জন্মদিন ভাই
আসুক ফিরে বারে বারে
সুস্থ সবল শরীরে। “
শুভ কামনা আপু। শুভ কামনা।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা
তৌহিদ
অনেক ধন্যবাদ দাদা। শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
শুভ জন্মদিন ভাইটি।ভাল থাকুন।সুস্থ থাকুন।
শবনম মোস্তারী
ধন্যবাত ভাইয়া
তৌহিদ
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন এটাই কামনা।
প্রদীপ চক্রবর্তী
শুভ শুভদিন
শ্রদ্ধেয় তৌহিদ দাদার আজ শুভ জন্মদিন।
অনেক ভালো থাকুন, দাদা।
.
খুবি সুন্দর কবিতা উপহার, দিদি।
তৌহিদ
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময়।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা
সাবিনা ইয়াসমিন
প্রিয়জনের জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে! মধুমাল্য গলায় লটকে থাকুক ভালোবাসার মৌ-ফাঁস হয়ে।
তৌহিদ ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
ভালো থাকুন দুজনেই। দোয়া ও শুভ কামনা নিরন্তর রইলো 🌹🌹
তৌহিদ
আমি খুবই খুশি হয়েছি আপু। শবনম সারপ্রাইজ দিলো আসলে।
আপনিও ভালো থাকুন এটাই চাই।
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু
রেজওয়ানা কবির
শুভ জন্মদিন ভাইয়া।আজকের দিনে ভাবীর হাতের লেখা যা সত্যি আপনার জন্য অনেক বড় পাওয়া। এভাবেই সারাজীবন একসাথে ভালো থাকুন।
তৌহিদ
অনেক ধন্যবাদ আপু। শুভকামনা আপনার জন্যেও।
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু
তৌহিদ
সত্যি আপ্লুত হলাম। আপনার কাছ থেকে এমন একটি শুভেচ্ছা পোষ্ট পেয়ে আমি সারপ্রাইজড! কৃতজ্ঞতা আর ভালোবাসা অফুরান।
সকলের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
এতো সুন্দর কাব্যময়ে জন্মদিনের শুভেচ্ছা , রাঙ্গিয়ে যাক জীবনটা
সুন্দর সুন্দর কাতূক প্রতিটি মুহুর্ত, আসুক সকল শুভেচ্ছা
বয়ে যাক জীবন সকল বন্ধুর পথ এড়িয়ে পাক ভাল বারতা।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা
তৌহিদ
দোয়া রাখবেন ভাই। শুভকামনা আপনার জন্যেও।
মোঃ মজিবর রহমান
আল্লাহ আপনার মঙ্গল করুক। আমীন।
আলমগীর সরকার লিটন
অনেক শুভ জন্মদিন
তৌহিদ
ধন্যবাদ ভাই।
আরজু মুক্তা
দুজনেই ভালো তাকুন সবসময়।
শুভকামনা
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু
তৌহিদ
আপনিও ভালো থাকুন আপু
আরজু মুক্তা
থাকুন
উর্বশী
শুভ জন্মদিন ।
দুজনার জন্যই শুভ কামনা রইলো। লেখাটি চমৎকার হয়েছে।
ভাল থাকুন ভালোবাসা অবিরাম।
তৌহিদ
ধন্যবাদ আপু। শুভকামনা আপনার জন্যেও।
খাদিজাতুল কুবরা
প্রথমেই তৌহিদ ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে কাটুক আজকের দিনে এই পার্থনা করি।
আর শবনম ভাবির লেখা খুব বেশি পড়া হয়নি। জন্মদিনের অছিলায় পড়তে পারলাম। আমরা যারা টুকটাক অকবিতা লিখি, বাস্তবের চেয়ে পরাবাস্তবের আশ্রয় নিই বেশি।
আপনার এই লেখাটি পড়ে আবেগে আপ্লূত হলাম এ কারণে এ যে সত্যিকারের ভালোবাসার নিবেদন।
এর প্রতিটি অক্ষর হৃদয় নিংড়ানো।
এভাবেই পরস্পর ভালোবাসার সুতোয় মালা গাঁথুন সারাজীবন।
তৌহিদ
অনেক ধন্যবাদ আপু। শুভকামনা সবসময়।
মুহম্মদ মাসুদ
শুভ জন্মদিন প্রিয় ব্লগার তৌহিদ ভাইয়াকে!
যেখানে থাকুন সুস্থ থাকুন করোনা থেকে মুক্ত থাকুন।
তৌহিদ
আপনিও ভালো থাকুন ভাই।
জিসান শা ইকরাম
ব্লগার তৌহিদ তার বিভিন্ন পোস্ট, পোস্টের লেখার কনটেন্ট, লেখার প্রতি আর আন্তরিকতা, ব্লগের প্রতি তার মমতা, সহ ব্লগারদের প্রতি সন্মান, তাদের উৎসাহ প্রদান ইত্যাদির মাধ্যমে একজন পরিপুর্ন ব্লগার হয়ে উঠেছেন।
তিনি নিজে লেখেন, অন্যদেরও লেখান।
প্রায় সবার ক্ষেত্রেই নিয়মিত শুভেচ্ছা পোষ্ট দেন তিনি।
তার জন্য অনেক অনেক শুভ কামনা।
তৌহিদ
আমি আসলে ব্লগের প্রতি ভালোবাসা থেকেই সহব্লগারদের নিয়ে লিখি। যার ফলশ্রুতিতে আমাকে যে সম্মান সকলে দিয়েছেন আমি চিরকৃতজ্ঞ থাকবো ভাইয়া।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন ভাই।