হেমন্তবর্তিকা তুমি

শবনম মোস্তারী ২৬ অক্টোবর ২০২০, সোমবার, ০৭:১৬:৪৩অপরাহ্ন শুভেচ্ছা ৪৬ মন্তব্য

স্বর্গের পারিজাত বনের সোনার মৌচাক ভেঙে
আজ ঝরঝর করে সোনার মধু ঝরে ধরণীতে,
স্বর্ণ-রৌদ্র-মন্ডিত প্রকৃতির মত তুমিও-
জীবনে আলোর পদ্মতলে আসীন আসনে।

লীলাময়ের আবির্ভাবে তুমি,
নয়নভোলানো রুপে প্রাণমাতানো স্পর্শে তুমি।
অত্যাজ্য হৃদয়বৃত্তির রুপান্তরে তুমি,
দ্বন্দ্ব কাটিয়ে এসেছ আলোকবর্তিকা হয়ে।

জেনে রেখো আমি আছি
জোনাকির মায়াবী আলো হয়ে;
হেমন্ত শিহরণ পল্লবে মধুমাল্য হাতে নিয়ে-
নির্জন বনমাঝে শিউলিতলায় দাঁড়ায়ে।

– প্রিয় ব্লগার তৌহিদকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

৮৫৫জন ৬৭৫জন
0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ