হৃদয়ের কর্তৃত্ব

আবদুল্লাহ ১১ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ১০:৪৫:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১১ মন্তব্য

স্বপ্ন বিভোরতায় ডুবে ছিল ভাবনাগুলো

যখন স্বপ্নিল আলোয় আলোকিত মুখ,

ছড়িয়ে ছিলাম  ভাবনা গুলি অসীমের বিশালতায় ।

 

নিরুত্তাপ মনে জমা হৃদয়ের যত কথা

আমি আজ চিৎকার করে  বলতে চাই

বলতে চাই পূর্ণতা  পাইনা তোকে ছাড়া ।

 

নির্বাক চাহুনিতে আমি শিহরিত অগনিতবার

হৃদয়ে জমা  ছিল কত অবাক্ত অনুভব !

বিকিয়েছি তাই তোর মাঝে  স্বপ্ন চারণের স্বাধীনতা

 

কোন আড়ষ্টটা বা সীমাবদ্ধতায় নয়

নয় কোন কৃত্তিমতায়,

থাকুক তোর অনুশাসনে  হৃদয়ের কর্তৃত্ব ____ !!!!!

 

 

১জন ১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ