স্বপ্ন বিভোরতায় ডুবে ছিল ভাবনাগুলো
যখন স্বপ্নিল আলোয় আলোকিত মুখ,
ছড়িয়ে ছিলাম ভাবনা গুলি অসীমের বিশালতায় ।
নিরুত্তাপ মনে জমা হৃদয়ের যত কথা
আমি আজ চিৎকার করে বলতে চাই
বলতে চাই পূর্ণতা পাইনা তোকে ছাড়া ।
নির্বাক চাহুনিতে আমি শিহরিত অগনিতবার
হৃদয়ে জমা ছিল কত অবাক্ত অনুভব !
বিকিয়েছি তাই তোর মাঝে স্বপ্ন চারণের স্বাধীনতা
কোন আড়ষ্টটা বা সীমাবদ্ধতায় নয়
নয় কোন কৃত্তিমতায়,
থাকুক তোর অনুশাসনে হৃদয়ের কর্তৃত্ব ____ !!!!!
১১টি মন্তব্য
জিসান শা ইকরাম
কবিতা ভালো হয়েছে।
কবিতার দুই লাইনের স্পেস এবং আবদুল্লাহ লেখাটা একটু চোখে বাঁধছে।
বিভাগ নির্বাচনে এই অবস্থা ?
লেখার সাথে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এর কোন যোগসুত্র খুঁজে পেলাম না 🙂
নাটোর শূন্য কিলোমিটার
ভাই পিছি তা নষ্ট ছিল মোবাইলে লিখে ছিলাম। আজ সব থিক করে ফেলছি। ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
এমন আবেগ ময় লেখার এ কী অবস্থা?
অন্তত বানান গুলোর দিকে একটু খেয়াল দিন। লেখা দিতে এখানে কোন সমস্যা হলে লিখে দিন।
আপনি সাহায্য পাবেন ই।
নাটোর শূন্য কিলোমিটার
ভাই পিছি তা নষ্ট ছিল মোবাইলে লিখে ছিলাম। আজ সব থিক করে ফেলছি। খুসি হলাম এর পরে সমস্যা হলে অবসসই বলবো আপনাকে । ধন্যবাদ ।
স্বপ্ন নীলা
জিসান ভাই এবং হেলাল ভাইয়ের সাথে একমত —
তবে লেখাটা ভাল লেগেছে
মোঃ মজিবর রহমান
নির্বাক চাহুনিতে আমি শিহরিত অগনিত বার
হৃদয়ে জমা ছিল কত অবাক্ত অনুভব !
বিকিয়েছি তাই তোর মাঝে স্বপ্ন চারণের স্বাধীনতা ।
দারুন লেগেছে।
নাটোর শূন্য কিলোমিটার
thank you vaia
ওয়ালিনা চৌধুরী অভি
ভালই লাগল। পড়ব ভাবছি।
নাটোর শূন্য কিলোমিটার
না পড়তেই ভালো লেগেছিল ;? ধন্যবাদ
খেয়ালী মেয়ে
(y)
নাটোর শূন্য কিলোমিটার
🙂