
নিগূঢ় মননে দেখি অপলকে চেয়ে
মায়ার বাঁধনে গড়া ভব সংসার,
পরহিতে কেউ চলে অকাতরে ধেয়ে
ছলে-বলে কেউ শুধু পেতে খুঁজে দ্বার।
জন্মে পথের ধারে অপরের হিতে
গরবে বৃক্ষ সাজে প্রকৃতির ছাতা,
কতো যে ক্লান্ত শ্বাস পথিকের হরে
তবু কেউ ভাঙে ডাল ছিঁড়ে কেউ পাতা।
প্রতিটি ভুবনে আছে এমন রতন
ঘামের প্রবাহে টানে সংসার ঘানি,
না পেয়েও বেলা শেষে একটু যতন
বিদায়ে ফেলে না তবু আফসোসে পানি।
তবুও নিশীথে সবে জ্যোৎস্নাতে খুশি,
দিবসে ক’জনা রাখে হৃদয়ে তা পুষি!!
৮টি মন্তব্য
শামীনুল হক হীরা
অপূর্ব।।
শুভকামনা রইল পাতায়।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
পপি তালুকদার
কেউ কেউ প্রতিদান প্রত্যাশা না করে নিবৃত্তে অন্যের উপকার করে যায়।
কবিতা টি তে বাস্তবতার নিগূঢ় সত্য নিয়ে আসছেন।
অনেক অনেক শুভ কামনা রইল।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন!! কথাগুলো হৃদয়ে গেঁথে গেল। খুব সুন্দর করে লিখেছেন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে অতিশয় তুষ্ট হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
উপকারটা অনেকেই বোঝেনা। তবুও যারা নিঃস্বার্থে করে, তাঁদের জন্য থাকলো শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে তুষ্ট হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।