সুন্দর কবিতা। তবে ভাইয়া কেউ তো এখন আর প্রতিবাদী হতেই চায় না,সবাই যে যার মত প্রতিদিনের যাপিত জীবন নিয়ে সুখী…। 🙁
ভাল লাগলো। এমন আরো লিখুন।
শুভকামনা রইলো। 🙂
না মজিবর ভাই, এখান থেকে মুক্তির আশা করা সম্ভব না বলে আপনি যা বলছেন, তা এই অর্থে মানি যে, শুধু গার্মেস্টস সেক্টরের আন্দোলন দিয়ে মুক্তির আশা করা সম্ভব না। আমি মন্তব্যে সেটা বলিওনি। আমি শুধু বলেছি মোশরেফা মিশুর কষ্টটা অনূভবের কথা। প্রতিউত্তরে আপনার মন্তব্যের সাথেও আমি একমত।
এধরনের সব আন্দোলন, আপনার মতো ভাল চিন্তাধারার সকল মানুষের বিরাট একটা বুনোট ঐক্য গড়ে প্রতিটি দু:শাসনের ঘটনার ক্ষেত্রে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজনীয়তার কথা আমি উপরোক্ত মন্তব্যে উল্লেখ করেছি।
২৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দুর্নীতি ও সন্ত্রাসহীন সমাজের স্বপ্ন আমরা দেখি ই।
মোঃ মজিবর রহমান
প্রিয় হেলাল ভাই শুধু স্বপ্ন দেখলে হয় না তাঁর জন্য
নিরন্তর কলম, মাঠঘাট, সবখানে সংগ্রাম প্রয়োজন।
আমরা পরিবার, দলের নিকট বন্দী,
তাই আমাদের স্বপ্ন পুরন হাবার না।
তাপরও আশায় বুক বাধি।
জিসান শা ইকরাম
ছোট লেখায় ভালোই বলেছেন।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ বস।
কবীর হুমায়ুন
আমি শান্তি চাই- আর কিছু না ।
-:- এখন কেমনে সেটা দিবেন সেটা আপনাদের ব্যাপার ।
মোঃ মজিবর রহমান
আপনি কি আমাদের বাহিরে ভাইয়া।
উপায় বাহির করেন।
সঙ্গে আছি।
ব্লগার সজীব
আশায় বেঁধে আছি বুক।
মোঃ মজিবর রহমান
আমিও জনাব।
লীলাবতী
প্রেরনা মুলক। ভালো লেগেছে ভাইয়া।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ দিদি।
সংগ্রামী শুভেচ্ছা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুধু বলব কান্ডারীরা হুসিয়ার…..।
মোঃ মজিবর রহমান
মনির ভাই, কান্ডারিকে অবশ্যই হুশিয়ার হয়েই এগতে হবে।
কেউ যাতে সুযোগ নিতে না পারে।
ধন্যবাদ
সঞ্জয় কুমার
সুবিধাবাদী এই সমাজ থেকে সুবিধা বঞ্চিত মানুষদের ন্যায্য অধিকার কবে পাপ্তি হবে?
মোঃ মজিবর রহমান
সঞ্চয়দা, হতাশা থাকবে
তারপরও একদিন না একদিন
এই বাঁধ ভাঙবেই এয়াশা রাখি।
স্বপ্ন
ভালো লেগেছে খুব।
মোঃ মজিবর রহমান
ভাল লাগলেই তৃপ্ত।
ভাল থাকুন।
স্বপ্ন নীলা
কবিতাটি পড়ে রক্ত গরম হয়ে গেল — মনে হচ্ছে এখনই দেশের তরে ঝাপিয়ে পড়ি ——-অসাধারণ ——–অসাধারণ একটি কবিতা —–
মোঃ মজিবর রহমান
আপনাকে স্বাগতম।
পড়ে উজ্জিবিত করতে পেরে নিজিকে খুশি মনে করি।
নুসরাত মৌরিন
সুন্দর কবিতা। তবে ভাইয়া কেউ তো এখন আর প্রতিবাদী হতেই চায় না,সবাই যে যার মত প্রতিদিনের যাপিত জীবন নিয়ে সুখী…। 🙁
ভাল লাগলো। এমন আরো লিখুন।
শুভকামনা রইলো। 🙂
মোঃ মজিবর রহমান
আপনাকেউ পড়ার জন্য ধন্যবাদ।
আমরা পরিবার আর রাজনিতির স্বার্থে থাকি
তাই আর কেউ প্রতিবাদ করেনা আপু।
শুভেচ্ছা অবিরত।
আজিজুল ইসলাম
কীভাবে তা সুনিদৃষ্টভাবে বলার সময় আসলে চলে যাচ্ছে।
কেউ নেই, একাকীভাবে গার্মেন্টস্ শ্রমিকদের নিয়ে কি কষ্টকর আন্দোলন করে যাচ্ছেন মোশরেফা মিশু। মিডিয়াতে তাঁকে দেখে কষ্ট হয়।
মজিবর ভাই খুব ভাল লিখেছেন, তবে আমাদের সংগঠিত হয়ে সকল দু:শাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে প্রতিবাদের ঝড় তোলার সময় কিন্তু যেরিয়ে যাচ্ছে।
মোঃ মজিবর রহমান
প্রিয় আজিজ ভাই,
আমরা যতদিন পরিবার, আর রাজনিতির অন্যায় আবদার থেকে বাহির হতে পারবনা ততদিন আমাদের মুক্তি আসবে বলে মনে হয়না।
এক মোশরেফা মিশু কি করবে। ঐ গারমেন্ট শ্রমিকরাই আবার অন্য গ্রুপ তাঁকে মানে না। এরা রাজনিতির মার-প্যাচে ধরা শায়ী।
শ্রমিক সংগঠন গুলি রাজনিতির চালে বন্দ্বী। রাজনীতিবিদরা জেভাবে চালায় সেভাবে চলে।
এখান থেকে মুক্তির আশা করা কি সম্ভব?
ভাল থাকুন।
আজিজুল ইসলাম
না মজিবর ভাই, এখান থেকে মুক্তির আশা করা সম্ভব না বলে আপনি যা বলছেন, তা এই অর্থে মানি যে, শুধু গার্মেস্টস সেক্টরের আন্দোলন দিয়ে মুক্তির আশা করা সম্ভব না। আমি মন্তব্যে সেটা বলিওনি। আমি শুধু বলেছি মোশরেফা মিশুর কষ্টটা অনূভবের কথা। প্রতিউত্তরে আপনার মন্তব্যের সাথেও আমি একমত।
এধরনের সব আন্দোলন, আপনার মতো ভাল চিন্তাধারার সকল মানুষের বিরাট একটা বুনোট ঐক্য গড়ে প্রতিটি দু:শাসনের ঘটনার ক্ষেত্রে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজনীয়তার কথা আমি উপরোক্ত মন্তব্যে উল্লেখ করেছি।
আজিজুল ইসলাম
কীভাবে! তা সুনিদৃষ্টভাবে বলার সময় আসলে চলে যাচ্ছে।
কেউ নেই, একাকীভাবে গার্মেন্টস্ শ্রমিকদের নিয়ে কি কষ্টকর আন্দোলন করে যাচ্ছেন মোশরেফা মিশু। মিডিয়াতে তাঁকে দেখে কষ্ট হয়।
মজিবর ভাই খুব ভাল লিখেছেন, তবে আমাদের সংগঠিত হয়ে সকল দু:শাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে প্রতিবাদের ঝড় তোলার সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে।
প্রহেলিকা
এমন স্বপ্ন আমরা দেখি তবে সকলে না, ছোট হলেও লেখা গতিময়।
মোঃ মজিবর রহমান
হ্যা ঠিক বলেছেন সকলে না।
আর এখানেই আমাদের সমস্যা।
ধন্যবাদ আপনাকে।