ইঁদুরছানাটি খাবারের সন্ধানে এসে দুর্ভাগ্যবশত
রান্নাঘরের সিঙ্কে পড়ে গিয়েছিলো কাল রাত গভীরে
বেঁচে থাকবার ব্যর্থ চেষ্টা করেছিলো পুরোটা সময়
বারকয়েক তাকে মেরে ফেলতে উদ্যোগী হয়েছি আমিও
নাহ্, পারিনি ! অচেনা চিন্চিনে এক ব্যথায় এ আমার ব্যর্থতা
নির্ঘুম একটি রাত পেরিয়েছে তার আকুল আর্তনাদে
ভোরের আলো ফোটার কিছু আগে, দিনের শুরুতে
তার মৃত দেহখানা আমার মন খারাপ করালো, ভীষণ ভাবে।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আসলে ছানারা ছানাই , ওরা আমাদের অনবরত ছুঁয়ে যায়, ছুঁয়ে থাকে থাকে ।
মন খারাপ হলেও আমাদের মেনে নিতেই হয় ।
রিমি রুম্মান
ওরাও যে জীব …
লীলাবতী
ভালো লাগলো জীবনের প্রতি আপনার মমতা দেখে।
রিমি রুম্মান
সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি মমতা… আমার
মশাই
মানুষের মন অনেক কোমল যা মাঝে মাঝে ইদুরের জন্য কেদে উঠে। সেই মানুষের একটি অংশই আবার মেতে উঠে আবার মেতে উঠে রক্তের নেশায়। আপনার এই কোমল মনের প্রতি রইল শ্রদ্ধা।
রিমি রুম্মান
অনেক ভাল থাকুন …
শুন্য শুন্যালয়
আহারে আপু, কস্ট লাগছে পড়ে।। আপনি অনেক ভালো একটা আপু, শ্রদ্ধা আপনাকে সবসময়।
রিমি রুম্মান
আমার সোনেলার বন্ধুগুলোও অনেক ভাল…
স্বপ্ন নীলা
জীবে দয়া করুন—– জীবের প্রতি আপনার ভালবাসা দেখে খুশি হলাম
রিমি রুম্মান
ধন্যবাদ নিরন্তর…
ফরহাদ ফিদা হুসেইন
আহারে!
মন খারাপ হয়ে গেল 🙁
রিমি রুম্মান
ভাল থাকুক মন… শুভকামনা…
মিথুন
ইশ কস্ট লাগলো। আপনার মন অনেক কোমল বোঝা গেলো আপু।
রিমি রুম্মান
ভাল থাকুন ভালোলাগায়…
প্রিন্স মাহমুদ
ভালো বলেছেন -{@
রিমি রুম্মান
ধন্যবাদ…
সঞ্জয় কুমার
আপনার ভালোবাসা বোধ কে সম্মান জানাই
রিমি রুম্মান
জীবে ভালোবাসা মানে সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসা…
মোঃ মজিবর রহমান
জীবন জীবনই।
তাতে মায়া লাগা স্বাভাবিক।
ধন্যবাদ আপু।
রিমি রুম্মান
ঠিক বলেছেন, “জীবন জীবনই । হোক না সে ইঁদুর ছানা কিংবা ফড়িঙের ।