হায় জীবন !

রিমি রুম্মান ২৮ মে ২০১৪, বুধবার, ০৭:২৯:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

ইঁদুরছানাটি খাবারের সন্ধানে এসে দুর্ভাগ্যবশত
রান্নাঘরের সিঙ্কে পড়ে গিয়েছিলো কাল রাত গভীরে
বেঁচে থাকবার ব্যর্থ চেষ্টা করেছিলো পুরোটা সময়
বারকয়েক তাকে মেরে ফেলতে উদ্যোগী হয়েছি আমিও
নাহ্‌, পারিনি ! অচেনা চিন্‌চিনে এক ব্যথায় এ আমার ব্যর্থতা
নির্ঘুম একটি রাত পেরিয়েছে তার আকুল আর্তনাদে
ভোরের আলো ফোটার কিছু আগে, দিনের শুরুতে
তার মৃত দেহখানা আমার মন খারাপ করালো, ভীষণ ভাবে।

৪৮৬জন ৪৮৬জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ