হায়!বরষা

মনির হোসেন মমি ১৬ আগস্ট ২০১৪, শনিবার, ০৮:১৪:৪৭অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

বর্ষার এমনও দিনে মন ছুটে যায়

ঝির ঝির বৃষ্টিতে ভিজতেঁ

প্রিয়তমার হাতটি ধরে ছুটে চলতে

দূর দিগন্তে যেথায় রং ধনুর সাতটি রং নুয়ে পড়ছে।

শ্রাবনের আঝোরঁ জলের ধারায় জমিনের স্নান

পল্লীগ্রামের মেঠো পথে নৌকার বহমান

আকাশেঁ দূর দূরান্তে উড়ন্ত ভুভুক্ষ বকের ছা

হঠাৎ নিশানা জলের ফিসে ছো মারার।

বর্ষার এমনও দিনে মন ছুটে যায়

দূরন্ত কিশোরের মেঘের জলে আলিঙ্গনের খেলা

রক্ষনশীল কিশোর জানালায় করে অবলোকন

চঞ্চলাকে কবর দেয় সভ্য শহরে কনক্রিকেটের দেয়ালে।

মন কেদে যায় মনের গহীনে।

বর্ষার এমন দিনে হায় মন ছুটে যায়

কালো মেঘের আড়ালে প্রেমের বিরহ লুকিয়ে

এ মন মন তোমাকে কাছে পেতে চায়

আড্ডায় বিতৃষ্ণা জীবন যেন সাথী খুজেঁ পায়।

বর্ষার এমন দিনে মন ছুটে যায়

তথাকথিত সভ্যদের উনুনে চলে

ভোনা খিচুরীর ঘ্রানের উৎসব

অর্থ আয়ে ভূভূক্ষদের প্রান জ্বলে যায়।

বর্ষার এমন দিনে মন ছুটে যায়

রূপসী বাংলার রূপের যুগ যুগের চিরন্তন প্রবাহ

এমন দেশটি বিস্ব মানচিত্রে খুজেঁ পাবে নাকো আর

ষড় ঋতুর বন্ধনে আবদ্ধ স্বাধীন বাংলাদেশ তোমার।

বর্ষার এমন দিনে মন ছুটে যায়

ঘর হতে দু পা বাড়িয়ে বিষম চলা দায়

নেই বন্যার ছোয়া নেই জল স্রোতের নদীর ধারা

ঝির ঝির বৃষ্টিতে যন্ত্রের পথে নৌকায় চলা।

বর্ষার এমন দিনে মন ছুটে যায়

আশা ভরসা হাসি কান্না সব মিলিয়ে যায়

এমনও দিনে কে কোথায় আছো আয় বর্ষায় ভিজতে আয়

স্মৃতির পাতায় লিখে যেতে চাই বর্ষায় তোমায় সাধু বাদ জানাই।

৬৯০জন ৬৯০জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ