বর্ষার এমনও দিনে মন ছুটে যায়
ঝির ঝির বৃষ্টিতে ভিজতেঁ
প্রিয়তমার হাতটি ধরে ছুটে চলতে
দূর দিগন্তে যেথায় রং ধনুর সাতটি রং নুয়ে পড়ছে।
শ্রাবনের আঝোরঁ জলের ধারায় জমিনের স্নান
পল্লীগ্রামের মেঠো পথে নৌকার বহমান
আকাশেঁ দূর দূরান্তে উড়ন্ত ভুভুক্ষ বকের ছা
হঠাৎ নিশানা জলের ফিসে ছো মারার।
বর্ষার এমনও দিনে মন ছুটে যায়
দূরন্ত কিশোরের মেঘের জলে আলিঙ্গনের খেলা
রক্ষনশীল কিশোর জানালায় করে অবলোকন
চঞ্চলাকে কবর দেয় সভ্য শহরে কনক্রিকেটের দেয়ালে।
মন কেদে যায় মনের গহীনে।
বর্ষার এমন দিনে হায় মন ছুটে যায়
কালো মেঘের আড়ালে প্রেমের বিরহ লুকিয়ে
এ মন মন তোমাকে কাছে পেতে চায়
আড্ডায় বিতৃষ্ণা জীবন যেন সাথী খুজেঁ পায়।
বর্ষার এমন দিনে মন ছুটে যায়
তথাকথিত সভ্যদের উনুনে চলে
ভোনা খিচুরীর ঘ্রানের উৎসব
অর্থ আয়ে ভূভূক্ষদের প্রান জ্বলে যায়।
বর্ষার এমন দিনে মন ছুটে যায়
রূপসী বাংলার রূপের যুগ যুগের চিরন্তন প্রবাহ
এমন দেশটি বিস্ব মানচিত্রে খুজেঁ পাবে নাকো আর
ষড় ঋতুর বন্ধনে আবদ্ধ স্বাধীন বাংলাদেশ তোমার।
বর্ষার এমন দিনে মন ছুটে যায়
ঘর হতে দু পা বাড়িয়ে বিষম চলা দায়
নেই বন্যার ছোয়া নেই জল স্রোতের নদীর ধারা
ঝির ঝির বৃষ্টিতে যন্ত্রের পথে নৌকায় চলা।
বর্ষার এমন দিনে মন ছুটে যায়
আশা ভরসা হাসি কান্না সব মিলিয়ে যায়
এমনও দিনে কে কোথায় আছো আয় বর্ষায় ভিজতে আয়
স্মৃতির পাতায় লিখে যেতে চাই বর্ষায় তোমায় সাধু বাদ জানাই।
১৯টি মন্তব্য
প্রজন্ম ৭১
ভালো হয়েছে বর্ষাকে নিয়ে লেখা (y)
মা মাটি দেশ
ধন্যবাদ ভাইয়া। -{@ (y)
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন।
লেখা পেষ্ট করার আগে এইচটিএমএল এ ক্লিক করে পেষ্ট করুন।
লাইনের স্পেস গুলো ঠিক থাকবে।
আর এভাবেই যদি দিয়ে থাকেন তবে ঠিক আছে 🙂
মা মাটি দেশ
ঠিক আছে ধন্যবাদ। -{@ (y)
জসীম উদ্দীন মুহম্মদ
চমৎকার বর্ষা বন্দনায় আবেগ তাড়িত হলাম প্রিয় কবি !! শুভেচ্ছা জানবেন । (3 -{@
মা মাটি দেশ
ধন্যবাদ ভাই কবি না বললেই ভাল।আপনাদের মত লিখতে এখনও অনেক পথ বাকী। -{@
শুন্য শুন্যালয়
এখানে বৃষ্টি হয় শীতকালে। তাপমাত্রা 2/3 ডিগ্রিতে বৃষ্টি ভেজা হয়না। এখানে আনন্দের স্মৃতিগুলো অতীত।
মা মাটি দেশ
পরিবেশের ভারসম্যতার কারনে তা হয়।ধন্যবাদ। -{@
আজিম
কবিতা সুন্দর হয়েছে ভাইয়া আর ছবিগুলোও। বিশেষতঃ প্রথম ছবিটা তো বাল্যের দুরন্তপনার কথা মনে করিয়ে দেয়।
অনেক ধন্যবাদ ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অনেক ধন্যবাদ ভাইয়া -{@ (y)
পুষ্পবতী
বর্ষার চমত্কার কবিতা। ভালো লেগেছে ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু (y)
স্বপ্ন নীলা
বর্ষা নিয়ে চমৎকার একটি কবিতা পড়লাম । অসাধারণ !! দিলেন তো সেই ছোটবেলাকার কথা মনে করিয়ে !! এখন কি করি !!
ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জম্মের শুরুর কিশোরীপনাটা ভূলা যায় না কখনও।ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।
ওয়ালিনা চৌধুরী অভি
‘ বর্ষার এমন দিনে মন ছুটে যায় ‘ এই লাইনটি দিয়ে আলাদা আলাদা প্যারা করলে ভালো হতো। ভালো লিখেছেন ?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
উপদেশের জন্য ধন্যবাদ।সবার আইডিয়াতো এক না বোন এই আইডিয়াটা আগে পেলে আমি তাই করতাম। -{@
স্বপ্ন
আমি ভিজতে এলাম ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভিজতে থাকুন
সোনেলায় জলের ধারায়
বন্ধুত্ত্বের অটুট বন্ধনে
জীবনে এই সন্ধিক্ষণে। -{@ (y)
ব্লগার সজীব
(y) -{@