সোনার ফসলে গোলা

ভরছেনা এখন আর।

কৃষকের নেমেছে দুর্ভোগ

করছে হাহাকার।

আম্ফান নিয়েছে কেড়ে

ফসলের প্রাণ।

ক্ষতির কবলে পরেছে

মাঠভরা ধান।

নষ্ট হয়েছে ফসল

 পাতারে পাতার।

কৃষকের জীবনে আজ

  নেমেছে আঁধার।

বৃষ্টির জলে ভিজে

শ্রমিকের ঘাম।

হাড় ভাঙ্গা খাটুনির

নেই কোন দাম।

আম্ফানের বিষপানে

সবকিছু নিষ্ফল।

করোনায় হয়েছে যে

জীবনটা বিষফল।

হারিয়েছে সব কিছু

রোগে ও শোকে ।

নেই কোন শান্তি আজ

এখন আর ভোগে।

৫২৯জন ৪২৮জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ