হারানো দিনগুলো

সালমা আক্তার মনি ৬ মার্চ ২০১৬, রবিবার, ০৮:৪১:২৫অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

যদি ফিরে পেতাম পুরোনো দিনগুলো!
খুব ভোরে চোখ খুলে
জায়নামাজে মায়ের মুখ।
হুড়োহুড়ি নাস্তার টেবিল ,
স্কুলের কঠিন নিয়ম।
উন্মত্ত ডুবসাতারে উত্তাল দুপুর,
গোল্লাছুটে দুরন্ত বিকেল,
সন্ধায় ধুলোমাখা প্রিয় বন্ধুরা।
পড়ার টেবিলে বাবার শাষনমাখা প্রশ্রয়।
ঘুমাতে গেলেই সমস্ত দিন স্বপ্নে রুপকথা।
এখনও আমি ভোরে মায়ের মুখ খুঁজি,
শৈশব খুঁজি, রঙীন কৈশোর খুঁজি।
এখনো ঘুমের ভিতর ব্যাকুল হয়ে,
রুপকথা খুঁজি!
কিছূই পাইনা , কেবলি ধূসর শূন্যতা।
সাদা-কালো রঙ , কেবলি উদাস চাহনি!

১২৩৯জন ১২৩৯জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ