হরতাল হরতাল
নেই কাজ ঘরতাল,
হরতাল হরতাল
দানা নেই জ্বর-তাল।।
হরতাল হরতাল
জনমনে ডর-তাল,
হরতাল হরতাল
পুলিশের ধর-তাল।।
হরতাল হরতাল
গরীবের মর-তাল,
হরতাল হরতাল
ধ্বংসের করতাল।।
হরতাল হরতাল
চারিদিকে ভাবি-তাল,
হরতাল হরতাল
কখন বা আপা-তাল।।
হরতাল হরতাল
আম জনতা বেসা-মাল।।
(আপনাদের দুই জনের কাছে অনুরোধ, নিজেদের যার যার স্বাথেই যেহুতু আপনারা রাজনীতি করেন, তবে শুধু শধু কেন অভাগা জনগনরে বাঁচিয়ে রেখেছেন কেন, এরা বেচে থাকলেই বরং ঝামেলা..। এদের মানে আমাদের আপনারা মেরে ফেলুন, একেবারে লেঠা চুকে যাবে..। আপনাদের তো জনগনের দরকার নাই….দুজনেরই দরকার দেশটা…জনগন না থাকলে একে বারে ফাঁকা মাঠে গোল দিতে পারবেন)
বিঃদ্রঃ ইহা একটি রম্য কাব্য। কারো জীবনের সাথে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই। আর জানেনত পাগলে কিনা বলে আর উন্মাদে কিনা খায়।
১৮টি মন্তব্য
মাহামুদ
;(
সীমান্ত উন্মাদ
;(
বৃষ্টিহত ফাহিম
“জনগন না থাকলে একে বারে ফাঁকা মাঠে গোল দিতে পারবেন” — আসল কথা এইটাই
সীমান্ত উন্মাদ
জী ভায়া আসল কথা নকল কথা এই একটাই। শুভকামনা জানিবেন নিরন্তর।
খসড়া
এতে কষ্টের মধ্য রম্য রচনা , পড়ে সত্যিই হেসে ফেললাম।
সীমান্ত উন্মাদ
হাসির পেয়েছে জেনে আমিও হাসিত হইলাম। শুভকামনা থাকলো এই অকালে।
প্রহেলিকা
কাব্য ভালো লেগেছে, শুভেচ্ছা জানুন।
সীমান্ত উন্মাদ
আপনিও শুভকামনা জনিবেন নিরন্তর।
জিসান শা ইকরাম
রম্য ভালোই হয়েছে।
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা থাকল মামা।
মোঃ মজিবর রহমান
দারুন হয়েছে।
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা মজিবর ভাই।
খেয়ালী মেয়ে
হরতাল হরতাল
আম জনতা বেসা-মাল।। (y)
সীমান্ত উন্মাদ
:c
আবু জাকারিয়া
ওনাদের দুজনের কোন দোষ নাই, দোষ আমার মত মানুষের যারা ওনাদের নিয়ন্ত্রন করি। ওনাদের কি লাভ আছে দেশের ক্ষতি করে, ওনারা ঠিকই দেশকে ভালবাসে। বরং আমর মত স্বাধারন মানুষ দেশের ক্ষতি করছি। ওনারা বরং আমার মন রক্ষা করার জন্য দেশের বারটা বাজিয়ে দিচ্ছেন। আমি ভাল কিছু চাইলে ওনারা ভাল কিছু দিতে বাধ্য। না দিয়ে যাবে কোথায়, চাঁদে নিয়ে যাবে সবকিছু?
সীমান্ত উন্মাদ
ওনাদের নিয়ন্ত্রন করা যায়? 😮 না এই ইমুতে হইবেক না আরো বড় লাগভো।
স্বপ্ন
রম্য ভালো হয়েছে।
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা।