হয়তোবা

হালিমা আক্তার ১৭ মে ২০২৪, শুক্রবার, ১১:১৮:৪৩পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

পর পর অনেক গুলো

চিঠি লিখেছিলাম

একটির উত্তর ও আসে নাই,

খুব করে অনুরোধ করে ছিলাম

কিছু লিখতে হবে না তোমায়

একটি সাদা পাতা

খামে ভরে পাঠিয়ে দিও,

বুঝে নিবো চিঠি গুলো

তোমার ঠিকানা খুঁজে পেয়েছে।

সাদা পাতার সেই চিঠি

আজও আসে নাই কোন ডাকে,

হয়তো তুমি সময় পাওনি

হয়তোবা সাদা পাতাটি

মূল্যহীন করতে চাওনি,

হয়তোবা আমার মতো

তোমার ঠিকানা পাল্টিয়েছে

একবার, দুইবার, বহুবার।

চিঠি গুলো আজও ভুল

গন্তব্যে পড়ে আছে।

হয়তোবা তুমি অপেক্ষা কর

খামে ভরা একটি সাদা পাতার

ঠিক আমারই মতো।

২৭৩জন ২২৫জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ