পর পর অনেক গুলো
চিঠি লিখেছিলাম
একটির উত্তর ও আসে নাই,
খুব করে অনুরোধ করে ছিলাম
কিছু লিখতে হবে না তোমায়
একটি সাদা পাতা
খামে ভরে পাঠিয়ে দিও,
বুঝে নিবো চিঠি গুলো
তোমার ঠিকানা খুঁজে পেয়েছে।
সাদা পাতার সেই চিঠি
আজও আসে নাই কোন ডাকে,
হয়তো তুমি সময় পাওনি
হয়তোবা সাদা পাতাটি
মূল্যহীন করতে চাওনি,
হয়তোবা আমার মতো
তোমার ঠিকানা পাল্টিয়েছে
একবার, দুইবার, বহুবার।
চিঠি গুলো আজও ভুল
গন্তব্যে পড়ে আছে।
হয়তোবা তুমি অপেক্ষা কর
খামে ভরা একটি সাদা পাতার
ঠিক আমারই মতো।
১১টি মন্তব্য
বন্যা লিপি
যথাযথ ঠিকানায় পৌঁছে যাক চিঠি।
হয়তবা শব্দ মুছে যাক জবাপ্রত্যাশীর কাছে
হালিমা আক্তার
অপেক্ষার প্রহর কেটে চিঠি আসে আর দোরে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
মোঃ মজিবর রহমান
হয়তবা এসে যাবে কোন স্বপ্নে। পোছে যাবে প্রাপকের স্বঠিকানায়।
হালিমা আক্তার
ঠিকানা যে হারিয়ে গেছে সেই কবে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
ঠিকানা যাকনা ভুলে, মনঠিকানা বাসনায় আছে সেই অন্দর মহলে।
মনির হোসেন মমি
আশা আমাদের বাচিয়ে রাখে।
সুন্দর হয়েছে আপু।
হালিমা আক্তার
সত্যি আশার আলো আমাদের পথ দেখায়। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
নার্গিস রশিদ
সুন্দর প্রকাশ । অনেক শুভ কামনা ।
হালিমা আক্তার
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
হয়তোবা তুমিও অপেক্ষায় আছো
খামে ভরা একটি সাদা পাতার…হতে পারে গল্পটা এমন!
হালিমা আক্তার
হয়তোবা তাই হবে। জীবন মানেই তো অপেক্ষার প্রহর। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা।