আমি ক্রীকেট খেলা একটু আধটু বুঝলেও ফুটবল খেলার স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ কিছুই বুঝিনা। শুধু যখন এক পক্ষ আরেক পক্ষকে গোল দেয় তখন খুব মজা পাই এবং বুঝতে পারি কিছু একটা হলো। এই না বুঝতে বুঝতেই অর্ধেকজীবন পার করে ফেল্লাম।

যবে থেকে আমার ফুটবল খেলা না বুঝেই দেখার শুরু সেই তবে থেকেই আমি হলুদ জার্সিওয়ালা ব্রাজিলের ভক্ত। আমি কেন ব্রাজিলের ভক্ত তার কোন সুনির্দিষ্ট কারণ আমি নিজেও আজ অবধি খুঁজে পাইনি। হতে পারে খুব ছোটবেলায় কোন এক ক্লাসের বাংলা বইয়ে ফুটবলের কিংবদন্তি ‘পেলে’কে নিয়ে একটা লেখা ছিল সেটা পড়ে কিংবা রং হিসেবে হলুদ রং এর প্রতি আমার বাড়াবাড়ি রকমের পক্ষপাতিত্বের কারণে হয়ত ব্রাজিলের দিকে ঝুঁকে পড়েছিলাম। এই যে আমি নিজেকে ব্রাজিলের ভক্ত বলে দাবি করছি অথচ আমাকে যদি ব্রাজিলের সেরা ফুটবলারের নাম জিজ্ঞেস করা হয় আমি অনেক কষ্টে পেলে, রোনাল্ডো , নেইমার আর রোনালদিনহোর নাম ছাড়া আর কারো নাম বলতে পারবনা। এত সীমাবদ্ধতার পরেও ব্রাজিল হেরে গেলে বুকের কোথায় যেন চীনচীনে ব্যাথা হয়। কোন এক অনাত্মীয় দেশের হারে চোখ দিয়ে অঝোরে জল গড়ায়।

বলছিলাম ব্রাজিলকে নিয়ে ভালোবাসার কথা, কিন্তু সেই ভালোবাসায় অভাবনিয় ভাবে ভাগ বসালো হন্ডুরাস। ফেসবুকের কয়েকজন তরুনের উদ্যোগে খোলা একটা ইভেন্টে জয়েন করে সেখানে গিয়ে হন্ডুরাসের মানুষের সারল্য, ভালোবাসার জোয়ারে ভেষে গেলাম।যতবার ইভেন্টের পোস্টগুলো পড়ি ততবার চোখে জল আসে আনন্দে। ওরা যখন গুগল ট্রান্সলেটরে সাহায্যে আধো ভাঙা বাংলায় ওদের ভালোবাসার কথা জানাচ্ছে তখন না কেঁদে কোন উপায় থাকেনা। পোড়া চোখ আমার। সত্যি মন থেকে দোয়া করছি হন্ডুরাস যেন একটা সম্মানজনক অবস্হানে থাকে এবার বিশ্বকাপে।
অনেক ভালোবাসা হন্ডুরাসের জন্যে।

ফেইসবুকের ইভেন্ট লিংক    < এখানে গিয়ে দেখা যেতে পারে ঐ দেশের জনগনের আমাদের প্রতি ভালোবাসার উচ্ছাস সমূহ ।

৫৩৫জন ৫৩৫জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ