আমি ক্রীকেট খেলা একটু আধটু বুঝলেও ফুটবল খেলার স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ কিছুই বুঝিনা। শুধু যখন এক পক্ষ আরেক পক্ষকে গোল দেয় তখন খুব মজা পাই এবং বুঝতে পারি কিছু একটা হলো। এই না বুঝতে বুঝতেই অর্ধেকজীবন পার করে ফেল্লাম।
যবে থেকে আমার ফুটবল খেলা না বুঝেই দেখার শুরু সেই তবে থেকেই আমি হলুদ জার্সিওয়ালা ব্রাজিলের ভক্ত। আমি কেন ব্রাজিলের ভক্ত তার কোন সুনির্দিষ্ট কারণ আমি নিজেও আজ অবধি খুঁজে পাইনি। হতে পারে খুব ছোটবেলায় কোন এক ক্লাসের বাংলা বইয়ে ফুটবলের কিংবদন্তি ‘পেলে’কে নিয়ে একটা লেখা ছিল সেটা পড়ে কিংবা রং হিসেবে হলুদ রং এর প্রতি আমার বাড়াবাড়ি রকমের পক্ষপাতিত্বের কারণে হয়ত ব্রাজিলের দিকে ঝুঁকে পড়েছিলাম। এই যে আমি নিজেকে ব্রাজিলের ভক্ত বলে দাবি করছি অথচ আমাকে যদি ব্রাজিলের সেরা ফুটবলারের নাম জিজ্ঞেস করা হয় আমি অনেক কষ্টে পেলে, রোনাল্ডো , নেইমার আর রোনালদিনহোর নাম ছাড়া আর কারো নাম বলতে পারবনা। এত সীমাবদ্ধতার পরেও ব্রাজিল হেরে গেলে বুকের কোথায় যেন চীনচীনে ব্যাথা হয়। কোন এক অনাত্মীয় দেশের হারে চোখ দিয়ে অঝোরে জল গড়ায়।
বলছিলাম ব্রাজিলকে নিয়ে ভালোবাসার কথা, কিন্তু সেই ভালোবাসায় অভাবনিয় ভাবে ভাগ বসালো হন্ডুরাস। ফেসবুকের কয়েকজন তরুনের উদ্যোগে খোলা একটা ইভেন্টে জয়েন করে সেখানে গিয়ে হন্ডুরাসের মানুষের সারল্য, ভালোবাসার জোয়ারে ভেষে গেলাম।যতবার ইভেন্টের পোস্টগুলো পড়ি ততবার চোখে জল আসে আনন্দে। ওরা যখন গুগল ট্রান্সলেটরে সাহায্যে আধো ভাঙা বাংলায় ওদের ভালোবাসার কথা জানাচ্ছে তখন না কেঁদে কোন উপায় থাকেনা। পোড়া চোখ আমার। সত্যি মন থেকে দোয়া করছি হন্ডুরাস যেন একটা সম্মানজনক অবস্হানে থাকে এবার বিশ্বকাপে।
অনেক ভালোবাসা হন্ডুরাসের জন্যে।
ফেইসবুকের ইভেন্ট লিংক < এখানে গিয়ে দেখা যেতে পারে ঐ দেশের জনগনের আমাদের প্রতি ভালোবাসার উচ্ছাস সমূহ ।
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
এতদিন হন্ডুরাসকে নিয়ে কিছু লেখা দেখেছি ফেইসবুকে ।
তেমন গুরুত্ব দেইনি ।
এখন আপনার পোষ্ট পড়ে ফেইসবুকে গিয়ে দেখলাম ।
আপনার আবেগ আমার মাঝেও সংক্রামিত হলো ।
এই বিশ্বকাপে আমার দল , হন্ডুরাস ।
ভালো লিখেছেন ।
মিসু
থ্যাংকস জিসান শা ইকরাম ভাইয়া। আসলে ওদের সরলতা কে কোনভাবেই এভোয়েড করা যায়না।
ছাইরাছ হেলাল
আমি তো কিছুই জানি না ,
আপনার লেখা পড়ার পর যা দেখতে পেলাম তা এক কথায় অভাবনীয় ।
আমিও ওদের পক্ষে হয়ে সাফল্য কামনা করছি ।
অনেকদিন পর আপনাকে এখানে দেখে ভালো লাগল ।
মিসু
অনেকদিন পর আসা হলো। আমারো ভালো লাগছে আসতে পেরে হেলালভাই।
খসড়া
এবারে হন্ডুরাস খুব আসছে ব্লগ ফেসবুকে। আপনার বিশ্লেষণ ভাল লাগলো।
মিসু
থ্যাংকস খসরা।
শুন্য শুন্যালয়
ফেসবুকের পোলাপান গুলা চাইলে অনেক কিছুই পারে, রাতারাতি হন্ডুরাস কে মাতিয়ে দিলো… আমি আপনার প্রথম পছন্দে সাথে নাই, তবে হন্ডূরাস সাপোর্ট মাস্ট 🙂
মিসু
পছন্দ মিলে গেলে কিন্তু খেলা দেখে মজা নাই। প্রথম পছন্দের সাথে যে মিলে নাই সেটা ভালো হৈছে খেলা দেখার জন্যে। আর হন্ডুরাসতো স্পেশাল ।
ওয়ালিনা চৌধুরী অভি
হন্ডুরাসের প্রতিক্রিয়া দেখলাম আপনার দেয়া লিংকে গিয়ে । আবেগাপ্লুত হলাম আমিও । এতো দেখছি একটি নিরব বিপ্লব ঘটে গিয়েছে । আমিও যে হন্ডুরাসে হারালাম মিসু আপু । (3
মিসু
আপনিও যে হারালেন এটা দেখে ভালো লাগলো। -{@