ভরে উঠে বুক, হঠাৎ পাওয়ায় সুখ,
হাসি মাখা মুখ,বিদায় জানায় দুঃখ।
চোখে আসে জল,হঠাৎ পাওয়ার ফল,
আমার সাথে ছল,লাভ কি তোর বল?
খেলিস লুকোচুরি,দেখিস উড়ায় ঘুড়ি,
মিষ্টি মুখেই ছুরি, দুঃখের সুখে পুড়ি।
যদি আসে রাতে, কাটায় যদি সাথে,
চোখে বিছানা পেতে,ছন্দ মালা গাথে।
টাটা জানায় ভোর,ইচ্ছে খুশি তোর,
কাটেনা ঐ ঘোর,হঠাৎ তুই যে মোর।
৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন।
ছন্নছাড়া
যদি আসে রাতে, কাটায় যদি সাথে,
চোখে বিছানা পেতে,ছন্দ মালা গাথে।
টাটা জানায় ভোর,ইচ্ছে খুশি তোর,
কাটেনা ঐ ঘোর,হঠাৎ তুই যে মোর…………………. 🙂 :p
শুন্য শুন্যালয়
কাটেনা ঐ ঘোর, হঠাৎ তুই যে মোর ..
বাহ্ বেশ লাগলো.