
কেমনে ভুলবে তুমি,
যে স্মৃতি যতনে অন্তরে চলে
জাগ্রত নিদে চুমি!
রাখালী বাঁশির ডাকাতিয়া সুর
বাজতো যখন মাঠে,
গাগরী ভরতে চঞ্চলা মন
ছুটে যেতো রোজ ঘাটে।
আজ সে আবেগ কালের গর্ভে
তবে কি গিয়েছে ভুলে!
বারে বারে যদি ফিরে সে ব্যাকুলে
প্রিয় তটিনীর কুলে!
স্মৃতির তাড়নে যদি কাঁদে মন
ভাবো বসে নিরজনে!
বৃক্ষকে লতা বক্ষে জড়ালে
ছাড়ে কি কভু মরণে!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সৃতি জাগানিয়া তন্দ্রাছন্ন রাতে
ঠাসিয়া রই বসে অন্তরজুড়ে
যায় না হারাইয়া ঠিক রই আঁখিতে
নির্জন নই কর্ম্ব্যস্ত মুহুর্ত না ভুলে।
সুন্দর উপস্থাপন কাব্য মনে জেগে রইল। বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আমিও কৃতজ্ঞ আপনার কাব্য পাঠে। ভালো থাকুন অবিরত।
হালিমা আক্তার
হয়তো ভুলেনি আজও। গোপনে নিশিতে জল ঝরে।যেন কেহ দেখিতে না পায়। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
মুগ্ধ হলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
স্মৃতিতেই আমরা বাঁচি, বাঁচিয়ে রাখি।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ অনুপ্রেরণা পেলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।