স্বীকারোক্তি

নূর হোসেন ১৬ আগস্ট ২০২০, রবিবার, ০৫:৩৯:৪৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

নিশ্চিন্তে একাগ্র ধ্যানে কোন অবেলায়

ধীরে-ধীরে সমস্তই স্মরণ হয়ে গেল,

আমি যে বিশুদ্ধ নই-

আমি যে না পাওয়ার ব্যাথায় বিহ্বল!

পাপের পঙ্কিল বিভীষিকার অরুণোদয়-

বিবেক আদালতে মৃত্যুদন্ডের আসামী;

যে স্বপ্নের শেষ সম্বলটুকু-

গলা টিপে হত্যা করেছি স্বার্থ ভ্রমে।

 

দুর্বুদ্ধির স্পর্ধায় হারিয়েছি তাকে

অবহেলার অবিচ্ছিন্ন আকর্ষণে,

যার সংশয়ক্ষুব্ধ ক্রুদ্ধ তপ্তশ্বাস-

আমার  বক্ষঃস্থলে করে দংশন

শিরা-উপশিরায় ছড়িয়ে দেয়-

তিরস্কারের  বিষ;

তখন কপটতার লেনদেন চুকাতে আসে-

তার স্নিগ্ধ-করুণ দুটি চোখ-

কখনো বুর্জোয়ারা দাঁত খিঁচিয়ে বলে,

শুধু যন্ত্রণাই তোমাকে ভালবাসে

অন্য কেউ নয়।

 

জন্ম-জন্মার্জিত মৃত্যুর আছে গোপন মাধুর্য-

শরৎকালের সৌন্দর্যে আছে শুভ্র সাদা মেঘ,

মর্মর পাতার করকর ধ্বনি সেটাও তো সূর!

কিন্তু বিমূর্ত কলমের স্বীকারোক্তিতে-

যা  লিখে গেলাম;

তার কোন মাধুর্য নেই, সৌন্দর্য নেই-

তা শুধু বিউগলের করুণ সুরের মত,

নারীর কাজলের নিংড়ানো কলঙ্ক দাগ।

১জন ১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ