স্বার্থ

সঞ্জয় মালাকার ৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ১১:২২:২৬অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

৷স্বার্থ,,
আমি তোমারে রাখিবো না
মোহ গর্তে।
এভুবনে মানব রূপে আসা মানে
কিছু স্বার্থে।
স্বার্থে ফুরালে সবাই হয় পর
মানব শব্দের অর্থই স্বার্থপর
আমি তখন নিজ স্বার্থে থাকি বিভোর !
উদয় অস্ত রাখিবনা এই অস্তে
তোমারে ধরে!
মরবো সবাই, অন্যে কেরে নেবে সবি
ঘর, বাড়ি ভিটে মাটি, সবি থাকবে পড়ে!
মরণ যেদিন হবে তোমার
তখন কেউ থাকবে নারে,
সেদিন শব্দ হবে নীরআকার।
বাউলা মন একটু বোঝার চেষ্টা কর,
তোর মরণের অপেক্ষা, শ্মশানে রয়েছে শূন্য ঘর।

১৭৪১জন ১৬৫৩জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ