এই যে ছেলে!
রেশন দোকানে গগলেস পরে দাঁড়িয়ে!!!!?
প্রাইমারীর ফর্ম তোলার লাইনেতে দাঁড়িয়ে ঘাম মুচছো সুন্দর রুমালে!!?????
সুন্দরী গার্লফ্রেন্ডের সাথে কফি শপে আড্ডার পরে দীর্ঘ নিশ্বাসে বাড়ির পথে!??
বাপের গালির ধিক্কারে কুকুরের মত বেচে কতদিন বাইরে বডি স্প্রে উড়িয়ে গার্লফ্রেন্ড আর পরের বউ ঘোরাবে!??
আমরা কি স্বাধীন!????
বেকার জীবনের অভিশপ্ত পাপ নিয়ে রাস্তা ঘাটের ম্যানহোলের মত আর কতদিন পড়ে থাকবো!?
তুমি কি জানো পার্ল্যামেন্টের ললিত মোদি” ইস্যু কি!?
টেবিল চাপড়ে চাপড়ে বিল পাশ করালে ঠিক কতখানি ঠিক কতখানি পপুলারিটি হয়!?
একটা মন্ত্রীর বেতন ঠিক কতখানি!??
মোবাইলের দোকানে গিয়ে ১০০০ এমবি নেটের হোয়াট্ִস আপে ভিডিও দেখে মেয়ে পটিয়ে, স্টার দের পিকতে লাইক ,কমেন্ট করে আর কতদিন!!??
রেলের,ব্যাঙ্কের, লাইনে তে দাঁড়িয়ে দাঁড়িয়ে যোগ্যতার তুলারদাঁড়ির দরকষাকষিতে আমাদের ক্ষুদিরামের যুবসমাজ কি তলিয়ে যাচ্ছে!???
স্বাধীনতা দিবসের লেখা
কলকাতা
১৫ আগস্ট ২০১৫
৯টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
এ পৃথিবীতে ‘মে ডে’ ‘চাইল্ড লেবার ডে’ পালিত হয় অলিগলিতে, পাড়াতে মড়ে, অফিসে আদালতে শিশুদের হাতে টানা চা কিংবা খাবারের প্লেট আনিয়ে…
খুবই দারুণ করে লিখেছেন দিদি -{@ (y)
অরুণিমা
ধন্যবাদ দাদা -{@
নীতেশ বড়ুয়া
-{@
সীমান্ত উন্মাদ
আমার কাছে মনে হয় স্বাধীনতা শব্দটাই কেবল আমাদের, ভাবার্থে নয়। প্রতিদিন প্রতিনিয়ত জনগনের নামে চলছে গনতন্ত্রকে গন- ধর্ষণ।
লিখাটা দারুন হয়েছে, শুভকামনা জানিবেন নিরন্তর।
অরুণিমা
(y) ধন্যবাদ আপনাকে -{@
নীলাঞ্জনা নীলা
প্রথমেই আপনাকে স্বাধীনতা দিবসের অভিনন্দন। -{@
খুবই ভালো একটি কবিতা। অসাধারণ। (y)
অরুণিমা
ধন্যবাদ দিদি -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বাস্তব কথা -{@ -{@
অরুণিমা
ধন্যবাদ -{@