স্বাধীনতা মানে বুঝেছি আমি কান্নার লোনা জল
মজলুমের ঐ দুই নয়নে ঝরিছে অনর্গল,
নির্ঘুম রাতে দিনের আলোয় ঘামের দামেতে কেনা
স্বাধীনতা মানে বীরাঙ্গনার নতুন এক আল্পনা ।।
স্বাধীনতা মানে পথের ধুলায় লুটিয়ে পড়ার ক্ষণ
হায় স্বাধীনতা মানবতা তবে কেন সেথা বিলক্ষণ
স্টেশনের প্ল্যাটফর্ম জুড়ে গড়িয়ে বাংলাদেশ
ঘুমিয়ে রয়েছে মানুষ যেখানে স্বাধীনতা নিরুদ্দেশ।।
স্বাধীনতা মানে উৎপাদিত ফসলের মূল্য হ্রাস
আমদানি করা পণ্যের জোয়ারে কৃষকের হা-হুতাশ
আগুনে পুড়িয়ে প্রতিবাদ করে কৃষকের পাকা ধান
স্বাধীনতা আজ হিমাগারে রাখা মুনাফা লোভীর প্রাণ ।।
দেখেছি আমি স্বাধীনতা ঐ হসপিটালের দ্বারে –
লাইনে দাঁড়িয়ে রয়েছে রোগীরা ডাক্তার বসে চেয়ারে,
কথা ছিলো দেশ স্বাধীন হলেই রোগীর সেবার তরে
ডাক্তার বাবু সেবিকা লইয়া পৌঁছাবেন তার ঘরে ।।
স্বাধীন স্বদেশে খাদ্য বস্ত্র হবে না অভাব আর –
বাড়বে সুযোগ মাতৃভাষায় শেখার অধিকার
অথচ দেখেছি শিক্ষা যে আজ বিশাল বাণিজ্য
চিকিৎসা সে ধনীর দুয়ারে- গরীবের ত্যাজ্য।।
স্বাধীনতা মানে শিশু রাজীবের ক্ষতবিক্ষত লাশ
আগুনের শিখায় জ্বলন্ত ঐ নূসরাতের ইতিহাস
স্বাধীনতা মানে বুয়েটের বুকে ঘুমন্ত আবরার
তবুও আমরা স্বাধীন হয়েছি নাই থাক স্বাধীকার।।
স্বাধীনতা মানে বুঝেছি আমি স্বাধীনতা হীন বাঁচা
স্বাধীন দেশেও চারপাশে মোদের শক্ত লোহার খাঁচা
বাকস্বাধীনতা সে কোন বস্তু নেই এ স্বাধীন দেশে
তিরিশ লক্ষ প্রাণ যে দিয়েছে স্বাধীনতা ভালোবেসে।।
নির্জনে বসে ভাবি শুধু আজ ষোলই ডিসেম্বর
কি দিয়েছ তুমি একখানা লাল সবুজ পতাকা আর-
অন্তরালে নিয়েছ যে কেড়ে আমাদের স্বকীয়তা
পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বজাতির অধীনতা ।।
ছবি : সংগৃহীত।
২২টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
নির্জনে বসে ভাবি শুধু আজ ষোলই ডিসেম্বর
কি দিয়েছ তুমি একখানা লাল সবুজ পতাকা আর-
অন্তরালে নিয়েছ যে কেড়ে আমাদের স্বকীয়তা
পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বজাতির অধীনতা ।।
হতাশ হওয়ার কিছু নই বন্ধু
আমরা সবাই নিজের অধীন
তাই তো বলি আমরা স্বাধীন !
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
সৈকত দে
গভীর উপলব্ধি
সুরাইয়া পারভিন
ধন্যবাদ অশেষ
বন্যা লিপি
কি বলবো বলুন তো? এই ৪৮ বছর বয়সী স্বাধীনতার কাছে কি পাওয়ার ছিলো আর কি পেয়েছে এ দেশ, মাটি,মানুষ? তবুও আশা নিয়েই তো চলছি।
ক্ষোভ,হতাশা, মৃত মনের হাহাকার! তবুও মাছের মতো মরাচোখে স্বপ্ন মরেনা।
খুব ভালো লিখেছেন।
শুভ কামনা
সুরাইয়া পারভিন
চমৎকার বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
সাবিনা ইয়াসমিন
নিজের মতো করে লিখতে পারছি, বলতে পারছি আনন্দ, বেদনা, হতাশার কথা। এটাও স্বাধীনতার দেয়া অবদান। একদিন সুদিন আসবেই, এই আশা নিয়ে বেঁচে থাকার প্রেরণা এনে দিয়েছে ১৬ই ডিসেম্বর।
খুব সুন্দর লিখেছো সুরাইয়া, আমিই এখনো কিছু লিখতে পারলাম না। আফসোস।
আরও লিখো, শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু💓💓
কৃতজ্ঞতা অশেষ
আরজু মুক্তা
স্বাধীনতাই পরাধীন হয়েছে।
সুরাইয়া পারভিন
একদম তাই
আন্তরিক ধন্যবাদ অশেষ
ইঞ্জা
স্বাধীনতা মানে শিশু রাজীবের ক্ষতবিক্ষত লাশ
আগুনের শিখায় জ্বলন্ত ঐ নূসরাতের ইতিহাস
স্বাধীনতা মানে বুয়েটের বুকে ঘুমন্ত আবরার
তবুও আমরা স্বাধীন হয়েছি নাই থাক স্বাধীকার।।
যাস্ট অনবদ্য, মুগ্ধ হয়ে পড়ছিলাম আপু।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ইঞ্জা
শুভেচ্ছা আপু
ছাইরাছ হেলাল
সাহসী উচ্চারণ,
এই প্রথম এমন কাব্যগুণ দেখালেন।
অপ্রাপ্তি ডিঙ্গিয়ে উঠবে নূতন সূর্য এই অপেক্ষায় থাকি।
সুরাইয়া পারভিন
আদৌও কি কখনো হবে অপেক্ষার অবসান
তবুও আশাবাদী জাতি আমরা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
নুরহোসেন
যেখানে থেমে যায় আবেগ সেখান থেকেই বেরিয়ে আসে চমৎকার তথ্য কবিতার ভাষায় কিংবা গদ্যে।
সুরাইয়া পারভিন
হুম ঠিক বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
জিসান শা ইকরাম
ক্ষোভ থেকে এমন লেখা এসেছে,
স্বাধীনতার স্বপ্ন পুরন হবে একদিন, এই আশায় বেঁচে আছি।
কবিতা ভালো হয়েছে।
সুরাইয়া পারভিন
আশাবাদী আমরা আশাই বাঁচি
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সঞ্জয় মালাকার
স্বাধীনতার স্বপ্ন পুরন হবে একদিন, এই আশায় বেঁচে আছি।
বিজয় দিবসের শুভেচ্ছা দিদি ।
সুরাইয়া পারভিন
আশায় বেঁচে থাকা
আন্তরিক ধন্যবাদ সহ বিজয়ের শুভেচ্ছা রইলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।