স্বাধীনতা

সুরাইয়া পারভীন ১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৯:৫২:৩৪অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

 

স্বাধীনতা মানে বুঝেছি আমি কান্নার লোনা জল
মজলুমের ঐ দুই নয়নে ঝরিছে অনর্গল,
নির্ঘুম রাতে দিনের আলোয় ঘামের দামেতে কেনা
স্বাধীনতা মানে বীরাঙ্গনার নতুন এক আল্পনা ।।

স্বাধীনতা মানে পথের ধুলায় লুটিয়ে পড়ার ক্ষণ
হায় স্বাধীনতা মানবতা তবে কেন সেথা বিলক্ষণ
স্টেশনের প্ল্যাটফর্ম জুড়ে গড়িয়ে বাংলাদেশ
ঘুমিয়ে রয়েছে মানুষ যেখানে স্বাধীনতা নিরুদ্দেশ।।

স্বাধীনতা মানে উৎপাদিত ফসলের মূল্য হ্রাস
আমদানি করা পণ্যের জোয়ারে কৃষকের হা-হুতাশ
আগুনে পুড়িয়ে প্রতিবাদ করে কৃষকের পাকা ধান
স্বাধীনতা আজ হিমাগারে রাখা মুনাফা লোভীর প্রাণ ।।

দেখেছি আমি স্বাধীনতা ঐ হসপিটালের দ্বারে –
লাইনে দাঁড়িয়ে রয়েছে রোগীরা ডাক্তার বসে চেয়ারে,
কথা ছিলো দেশ স্বাধীন হলেই রোগীর সেবার তরে
ডাক্তার বাবু সেবিকা লইয়া পৌঁছাবেন তার ঘরে ।।

স্বাধীন স্বদেশে খাদ্য বস্ত্র হবে না অভাব আর –
বাড়বে সুযোগ মাতৃভাষায় শেখার অধিকার
অথচ দেখেছি শিক্ষা যে আজ বিশাল বাণিজ্য
চিকিৎসা সে ধনীর দুয়ারে- গরীবের ত্যাজ্য।।

স্বাধীনতা মানে শিশু রাজীবের ক্ষতবিক্ষত লাশ
আগুনের শিখায় জ্বলন্ত ঐ নূসরাতের ইতিহাস
স্বাধীনতা মানে বুয়েটের বুকে ঘুমন্ত আবরার
তবুও আমরা স্বাধীন হয়েছি নাই থাক স্বাধীকার।।

স্বাধীনতা মানে বুঝেছি আমি স্বাধীনতা হীন বাঁচা
স্বাধীন দেশেও চারপাশে মোদের শক্ত লোহার খাঁচা
বাকস্বাধীনতা সে কোন বস্তু নেই এ স্বাধীন দেশে
তিরিশ লক্ষ প্রাণ যে দিয়েছে স্বাধীনতা ভালোবেসে।।

নির্জনে বসে ভাবি শুধু আজ ষোলই ডিসেম্বর
কি দিয়েছ তুমি একখানা লাল সবুজ পতাকা আর-
অন্তরালে নিয়েছ যে কেড়ে আমাদের স্বকীয়তা
পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বজাতির অধীনতা ।।

ছবি : সংগৃহীত।

২০০৪জন ১৭১৫জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ