হায় স্বপ্ন এখন কেনো- আগে ছিলে কই!
এখন কেনো হয়ে উঠো শেষ রাতের গল্প-
গদ্য কবিতার রূপ লাবণ্য- হায় স্বপ্ন !
ভোরের সূর্যমুখি আর্তনাদ কে শুনে সূর্যতাপ
মিষ্টি হাসেতিই বন্যা- কে রুকে ঝর্ণা-
তবুও অভিমানি অনুরাগ- হায় স্বপ্ন- স্বপ্ন।
রঙধনু ভাসে দুপুরের কিছু রঙিন
চাওয়া পাওয়া- শেষটা হলো বিকাল
আসতেই সন্ধ্যার শিহরণ কথায় হারাল-
না বলার কথাতাল- আজও রয়ে গেলো
মেঘবৃষ্টির দেশে ভিজে যাই- সবুজ ঘাসে
রাতের ঘুমে স্মৃতির বেগে- হায় স্বপ্ন- স্বপ্ন;
মনে নেই কি ভাবে শুরু- কি ভাবে শেষ
ভাবনার নীলে- চাঁদের কুলে- এভাবেই
যাচ্ছে কেটে দিবারাত- আহত কিংবা ক্লান্ত
তাও ভুলে ঘুম আসে হারিয়ে যাই- হায় স্বপ্ন।
২২ কার্তিক ১৪২৬, ০৭ নভেম্বর ২০
————————————–
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ঘুম-নির্ঘুমে স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখে, বাঁচায়।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি হেলাল দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন———
মোঃ মজিবর রহমান
স্বপ্ন জাগুক স্বপ্নেই বাঁচি
স্বপ্নেই রুপে চলি।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মজিবর দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন———
মোঃ মজিবর রহমান
সুন্দর মন্তব্যে শুধুই রহিল শুভেচ্ছা।
ফয়জুল মহী
সুন্দর লিখেছেন
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন———
আরজু মুক্তা
স্বপ্নের জন্যই তো আমরা বাঁচি
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন———
কামাল উদ্দিন
স্বপ্ন দেখতে কে না ভালোবাসে? কিন্তু স্বপ্ন ভঙ্গ হলেই আমরা আহত হই, কবিতা কম বুঝা পাবলিক আমি……শুভ কামনা সব সময়।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কামাল দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন———
কামাল উদ্দিন
আপনিও সব সময় ভালো ও সুস্থ্য থাকুন এই কামনায়……
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ একটি ছবি ভাইয়া। কবিতাও ভালো লাগলো।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন———
তৌহিদ
স্বপ্ন নিয়েই বেঁচে আছি, থাকবো। সবারই তাই করতে হয়।
ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন———
আজাদ রহমান
খুব সুন্দর লিখে
উর্বশী
স্বপ্ন আছে বা থাকে বলেই তো বেঁচে থাকা।আশা নিরাশার বেড়াজালে স্বপ্ন দেখার সৌভাগ্য হলো সকলের জন্য অফুরান আগামীর চলার গতিশক্তি। ভাল লিখেছেন লিটিন ভাই।শুভকামনা সব সময়।