স্বপ্ন

আলমগীর সরকার লিটন ৭ নভেম্বর ২০২০, শনিবার, ১০:৩২:৫৬পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

হায় স্বপ্ন এখন কেনো- আগে ছিলে কই!
এখন কেনো হয়ে উঠো শেষ রাতের গল্প-
গদ্য কবিতার রূপ লাবণ্য- হায় স্বপ্ন !
ভোরের সূর্যমুখি আর্তনাদ কে শুনে সূর্যতাপ
মিষ্টি হাসেতিই বন্যা- কে রুকে ঝর্ণা-
তবুও অভিমানি অনুরাগ- হায় স্বপ্ন- স্বপ্ন।

রঙধনু ভাসে দুপুরের কিছু রঙিন
চাওয়া পাওয়া- শেষটা হলো বিকাল
আসতেই সন্ধ্যার শিহরণ কথায় হারাল-
না বলার কথাতাল- আজও রয়ে গেলো
মেঘবৃষ্টির দেশে ভিজে যাই- সবুজ ঘাসে
রাতের ঘুমে স্মৃতির বেগে- হায় স্বপ্ন- স্বপ্ন;

মনে নেই কি ভাবে শুরু- কি ভাবে শেষ
ভাবনার নীলে- চাঁদের কুলে- এভাবেই
যাচ্ছে কেটে দিবারাত- আহত কিংবা ক্লান্ত
তাও ভুলে ঘুম আসে হারিয়ে যাই- হায় স্বপ্ন।

২২ কার্তিক ১৪২৬, ০৭ নভেম্বর ২০
————————————–

৭৮৯জন ৭০৭জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ