স্বপ্ন
স্বপ্ন ভেঙ্গেছে
উঠছি জেগে— স্বপ্নের ঘুম হতে।
স্বপ্ন ভেঙ্গে
কঠিন সত্যের মুখমুখি
আজ সামনে দাঁড়িয়ে ।
মনে আঁকা কত শত
জীবন নিয়ে রঙিন স্বপ্ন,
সব আজ ভেঙ্গে চুরে
ফানুস গুলি চুপিসারে
জীবন হতে অনেক দূরে
উড়ছে নাগালের বাইরে।
স্বপ্ন ভেঙ্গেছে
উঠছি জেগে স্বপ্নের ঘুম হতে।
১৬৭৪জন
১৬৭৪জন
৪টি মন্তব্য
অলিভার
স্বপ্ন নিয়ে এত অভিযোগ! কিন্তু কেন??
স্বপ্ন আছে বলেই জীবনটা এগিয়ে নিতে ইচ্ছে জাগে। আর সেই স্বপ্ন নিয়ে এত অভিযোগ মানায় না একদম।
সঞ্জয় কুমার
আপনার স্বপ্ন গুলি দুঃস্বপ্ন না হয়ে রঙ্গিন হোক ।
খসড়া
সপ্ন ভাঙা সপ্ন ভঙো দুটো আলাদা।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন ।
লেখার সাথে এই ছবিটা দেয়াতে লেখা একটু হালকা হয়ে গিয়েছে ।