স্বপ্ন

জি.মাওলা ১১ জুলাই ২০১৪, শুক্রবার, ০২:২২:০৩পূর্বাহ্ন বিবিধ ৪ মন্তব্য

স্বপ্ন

 

স্বপ্ন ভেঙ্গেছে

উঠছি জেগে— স্বপ্নের ঘুম হতে।

স্বপ্ন ভেঙ্গে

কঠিন সত্যের মুখমুখি

আজ সামনে দাঁড়িয়ে ।

 

মনে আঁকা কত শত

জীবন নিয়ে রঙিন স্বপ্ন,

সব আজ ভেঙ্গে চুরে

ফানুস গুলি চুপিসারে

জীবন হতে অনেক দূরে

উড়ছে নাগালের বাইরে।

 

স্বপ্ন ভেঙ্গেছে

উঠছি জেগে স্বপ্নের ঘুম হতে।

 

 

 

১৬৭৪জন ১৬৭৪জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ