দুর হতে মন দেওয়া
দূর হতে কাছে হতে চাওয়া
স্পর্শের আকুতি হওয়া
একটু ছুয়ে হিদ্রতা আশা
সবি হৃদয়ের তোড়পাড়ের আশা।
মনের অদম্য চাওয়া
গতরে গতরের সংঘর্ষে
আসবে স্বপ্নিল ভালোবাসা।
তাঁর মুখপানে চক্ষুতে বলে
নিরমল ভুমি বায়ু অপবিত্র নহে।
বিরহ ছেড়ে মিলন কাঁথায়
জড়াবো আশ্রিত শস্যায়।
১৬টি মন্তব্য
রোবায়দা নাসরীন
ভালোলাগা জানালাম।
মোঃ মজিবর রহমান
দন্যবাদ পড়ার জন্য আপু।
তৌহিদ
গতরে গতরের সংঘর্ষে
আসবে স্বপ্নিল ভালোবাসা।….
এরপরে কি আর বিরহ থাকে? সব জানালা দিয়ে পালায়।
মোঃ মজিবর রহমান
হুম! তাই। ভাল থাকুন তৌহিদ ভাই।
তৌহিদ
শুভকামনা জানবেন ভাই।
নিতাই বাবু
ভালো লাগা এক কবিতা পড়লাম দাদা। এমন আরও চাই!
মোঃ মজিবর রহমান
সব চাইলেই কি হই দাদা। মন থাকা লাগে মনের মত। তই ইচ্ছা আছে।
ছাইরাছ হেলাল
এইডা কি প্রেমের কবিতা!!
আগে সেইটা কন!!
মোঃ মজিবর রহমান
না বস। মন যা বলে তাই করি এটাই ও তাই।
মনির হোসেন মমি
এত সুন্দর কবিতা লিখলেন কেমনে বলা যায় লেখার বেশ উন্নতি হচ্ছে। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
আল্লাহই ভাল জানেন কি এটা। পড়ার জন্য ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
হঠাৎ করে মজিবর ভাইজান প্রেমের কবিতায় ! রোমান্টিক আবহ ছিলো। বিরহ কিন্তু ভালো, এতে প্রেমের গভীরতা স্পর্শ করা যায়।
এভাবে না, আরও বেশি করে লিখতে হবে। অল্প অল্প লেখা দিলে প্রেম–বিরহ থামবে কি করে?
ভালো থাকবেন ভাইজান। শুভ কামনা অবিরত 🌹🌹
মোঃ মজিবর রহমান
আমি আমার মনের অনুভুতি যা ভেবেছি তাই করেছি। এটা কোন কবিতা হইল !! মনে ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ আপুজি।
জিসান শা ইকরাম
কবিতায় ভাল লাগা।
আরো বেশি বেশি পড়ুন।
মোঃ মজিবর রহমান
পড়ি তো ভাইয়া মনে থাকেনা। ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ।
শামীম চৌধুরী
দারুন লিখেছেন ভাই,
আমিতো ভেবেছিলাম স্পর্শের ছোঁয়াতে আলাদীনে দৈত্য এসে আমাকে পৃথিবীর সব পাখি সামনে হাজির করে দিয়ে বলবে নেন বস ছবি তুলেন।
হা হা হা….।