দুর হতে মন দেওয়া
দূর হতে কাছে হতে চাওয়া
স্পর্শের আকুতি হওয়া
একটু ছুয়ে হিদ্রতা আশা
সবি হৃদয়ের তোড়পাড়ের আশা।

মনের অদম্য চাওয়া
গতরে গতরের সংঘর্ষে
আসবে স্বপ্নিল ভালোবাসা।
তাঁর মুখপানে চক্ষুতে বলে
নিরমল ভুমি বায়ু অপবিত্র নহে।

বিরহ ছেড়ে মিলন কাঁথায়
জড়াবো আশ্রিত শস্যায়।

১১৫৪জন ১০৪৭জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ