
যৈবতী কন্যা পড়ন্ত-বিকালে কালো মেঘের সরোবরে ছবি আঁকে নিমগ্নতায়;
পান্থ-পাখিরা নীড়ে ফেরে বৈকালিক আবেশ গায়ে মেখে।
শুনতে পাও- তাদের অন্তঃক্ষরণের ফুটন্ত বুদবুদ্?
অস্তগামী সূর্যটার শবদেহ গোধূলির শ্মশানে পুড়ছে ; বাতাসে বিষাদের গন্ধ- ক্লান্তিতে ছুঁয়ে যায় ক্ষয়ে যাওয়া স্বপ্নেরা।
বকুল ছড়ানো বৃষ্টিস্নাত পথে হেঁটে চলেছে অনন্তকাল সৌন্দর্যের গ্রাফিতি;
হিজল বিছানো লাল গালিচায় সংবর্ধনায় সিক্ত বেনী দুলানো কিশোরীর রাঙা পা।
পত্রপল্লবে নতুন রঙের মেলা কোন্ সে আগমনীর বারতা?
সমুদ্রের লোনাজলের গর্জন বহুদূর থেকে ভেসে আসে কর্ণকুহরে।
আকাশ পথে মেঘেদের দীর্ঘ ট্রেন লাইনচ্যুত ক্ষণে ক্ষণে,
প্রকৃতির দাবী মেটাতে তবুও প্লাটফর্মে অপেক্ষমাণ চাঁদ-সূর্য।
ছবি-গুগল
২৩টি মন্তব্য
রিতু জাহান
চমৎকার,,,
আকাশ পথে মেঘেদের দীর্ঘ ট্রেন লাইনচ্যুত ক্ষণে ক্ষণে,
দারুন লেগেছে লাইনটা
শুভকামনা রইলো,,
সুপর্ণা ফাল্গুনী
আপু অফুরন্ত কৃতজ্ঞতা জানাই। অভিনন্দন রইল প্রথম মন্তব্যের জন্য ❤️❤️❤️❤️। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
সাবিনা ইয়াসমিন
বাহ! এতদিন পর ব্লগে এসেই আপনার লেখা পেলাম!!
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓💓। ভালোবাসা অবিরাম
সাবিনা ইয়াসমিন
ঋতু বদলে যায় বারবার, তবুও বদলায় না প্রকৃতি। প্রকৃতির দাবী মেটাতেই ফিরে-ফিরে আসে চাঁদ-সূর্য।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য ও শুভকামনা রইলো। সুস্থ থাকুন, সাবধানে থাকুন সতত।
ছাইরাছ হেলাল
নদী-জলে পা ভাসিয়ে/ডুবিয়ে সে ভাবে
এই ঝিরঝিরে স্রোত, একটু একটু ওঠানামা
অকস্মাৎ কুল ভেঙ্গে পড়া হাসির দমকে,
এ তো বালির বাঁধে চঞ্চলা নর্তকীর নিষ্ফল নাচানাচি!!
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার মন্তব্য!! অফুরন্ত শুভকামনা ও শুভেচ্ছা
নিতাই বাবু
চমৎকার!
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর
স্বপ্নীল মেঘ
চমৎকার রচনা। আপনার কলম আরো শক্ত হোক বুবু।
ভালো থাকুন আরো লিখুন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অফুরন্ত শুভকামনা রইলো আপনার জন্য
হালিমা আক্তার
প্রকৃতি দাবি প্রকৃতিকে মেটাতে হয়। মেঘেদের ট্রেন লাইনচ্যুত হয় বলেই রিমঝিম বৃষ্টির বিকেলে ছবি আঁকায় মগ্নতার ছোঁয়া লাগে। আপনার প্রতিটি কবিতায় শব্দের উপমা অসাধারণ। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
সব ই আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণা। অফুরন্ত ধন্যবাদ আপু। চেষ্টা করি ভালো কিছু করার বাকীটা পাঠক বলতে পারে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
মেঘেদের ট্রেন লাইন চ্যুত হলেই ভালো। কারণ প্রকৃতির সৌন্দর্যের কোন অভাব নেই। ক্ষণে ক্ষনে সে রূপ অপরূপ হয়।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। সবকিছুর মধ্যেই সৌন্দর্য লুকিয়ে থাকে তাকে খুঁজে নিতে হয় । ভালো থাকুন নিরাপদে থাকুন
সৌবর্ণ বাঁধন
অনেক সুন্দর হয়েছে দিদি। বিভূতিভূষণের বনানীতে যেন হেঁটে গেল জীবনানন্দের বিমূর্ত আবেগ। শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
ওরে বাপরে! এমন মন্তব্যে বাকরুদ্ধ। এ যে আমার পরম পাওয়া। তাদের আশেপাশে যাবার ও সাহস হবে না এজীবনে , পর জীবনেও না। তবুও ভালোলাগায় বিমূর্ত হলাম। অসংখ্য ধন্যবাদ ভাই। সাবধানে থেকো
রোকসানা খন্দকার রুকু
আমি ভেঙ্গে বলতে পারি না। শুধু বলবো অসাধারণ দিভাই!!
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালোবাসা অবিরাম। শুভ সকাল
রেজওয়ানা কবির
প্রকৃতিই পারে এভাবে কবিতা লেখাতে। তবে সেই প্রকৃতিকে বর্ণনা করতে সবাই আপনার মত এভাবে কবিতায় ফুটিয়ে তুলতে পারে না। অনেক ভালো লাগল দিভাই অনেকদিনপর আপনার লেখা পড়লাম।শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের আশীর্বাদ ও শুভকামনা সাথে আছে তাই লিখে যাই। কতটা পারি তা পাঠকরাই বলবে। পাশে থাকার জন্য কৃতজ্ঞ ও ধন্যবাদ আপু 💓💓। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ রাত্রি
রুমন আশরাফ
অসাধারণ লেখনী।
“আকাশ পথে মেঘেদের দীর্ঘ ট্রেন লাইনচ্যুত ক্ষণে ক্ষণে” এই লাইনটি বেশ লেগেছে। ভালো থাকুন প্রিয় দিদি।